নিজস্ব প্রতিবেদন : আইপিএল-এ ফের বেটিংয়ের কালো ছায়া! বেটিংয়ের দায়ে ধৃত ৪। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি আইপিএল-এ বেটিং করার দায়ে নভি মুম্বই থেকে ধরা পড়ল ৪ জন। অভিযুক্তদেরকে গ্রেফতার করেছে নভি মুম্বই পুলিসের অপরাধ দমন শাখা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালায় পুলিস। সেই অভিযানেই অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়। পুলিস সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে একাধিক স্মার্ট ফোন, ল্যাপটপ এবং নগদ ৩ লাখ ২০ হাজার ৬০০ উদ্ধার করা হয়েছে।


অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে আইপিসি-র তথ্য প্রযুক্তি ধারায় মামলা দায়ের করেছে পুলিস। ধৃত ৪ জনের নাম ইফতিকার আহমেদ ইশরাক আহমেদ খান (৩১) অলোক কুমার শিব কুমার গুপ্তা (৪৫), ইমরান সেলিম শেখ (২৫) ও মোহাম্মদ ইউসুফ দাদা (৪২)।


আরও পড়ুন, Cristiano Ronaldo: মৃত্যু রোনাল্ডোর সদ্যোজাত পুত্রের, শোকে বিহ্বল তারকা ফুটবলার


KKR vs RR, IPL 2022: Chahal-এর হ্যাটট্রিক, Buttler-এর শতরানের সৌজন্যে KKR-কে সাত রানে হারাল Rajasthan


Covid-19, IPL 2022: হাসাপাতালে ভাইরাসে আক্রান্ত Mitchell Marsh, পুরো Delhi Capitals নিভৃতবাসে


RR vs KKR, IPL 2022: বাউন্ডারিতে বল ধরে ছুড়ে দিলেন Pat Cummins, একহাতে দুরন্ত ক্যাচ নিলেন Shivam Mavi


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)