IPL 2022: আইপিএল-এ বেটিং চক্রের পর্দাফাঁস! নভি মুম্বইয়ে ধৃত ৪
স্মার্ট ফোন, ল্যাপটপ এবং নগদ ৩ লাখ ২০ হাজার ৬০০ উদ্ধার করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন : আইপিএল-এ ফের বেটিংয়ের কালো ছায়া! বেটিংয়ের দায়ে ধৃত ৪।
চলতি আইপিএল-এ বেটিং করার দায়ে নভি মুম্বই থেকে ধরা পড়ল ৪ জন। অভিযুক্তদেরকে গ্রেফতার করেছে নভি মুম্বই পুলিসের অপরাধ দমন শাখা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালায় পুলিস। সেই অভিযানেই অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়। পুলিস সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে একাধিক স্মার্ট ফোন, ল্যাপটপ এবং নগদ ৩ লাখ ২০ হাজার ৬০০ উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে আইপিসি-র তথ্য প্রযুক্তি ধারায় মামলা দায়ের করেছে পুলিস। ধৃত ৪ জনের নাম ইফতিকার আহমেদ ইশরাক আহমেদ খান (৩১) অলোক কুমার শিব কুমার গুপ্তা (৪৫), ইমরান সেলিম শেখ (২৫) ও মোহাম্মদ ইউসুফ দাদা (৪২)।
আরও পড়ুন, Cristiano Ronaldo: মৃত্যু রোনাল্ডোর সদ্যোজাত পুত্রের, শোকে বিহ্বল তারকা ফুটবলার
Covid-19, IPL 2022: হাসাপাতালে ভাইরাসে আক্রান্ত Mitchell Marsh, পুরো Delhi Capitals নিভৃতবাসে