Virat Kohli and Rohit Sharma: বিরাট-রোহিতের নেতিবাচক মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে, বিস্ফোরণ ঘটালেন গম্ভীর

ভারতীয় দল সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, ব্যাটারদের পারফরম্যান্স একেবারেই আহামরি নয়। বিশেষ করে প্রভাব ফেলতে ব্যর্থ বিরাট। এমনকি নাগপুরের প্রথম টেস্টে শতরান করলেও, এরপর থেকে রোহিতের ব্যাট শান্ত। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 8, 2023, 02:28 PM IST
Virat Kohli and Rohit Sharma: বিরাট-রোহিতের নেতিবাচক মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে, বিস্ফোরণ ঘটালেন গম্ভীর
বিরাট-রোহিতের নেতিবাচক মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন গৌতম গম্ভীর। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ ধাপের আগে টিম ইন্ডিয়া (Team India) আটকে যাবে না তো! আর কয়েক ঘণ্টা পরেই চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) চতুর্থ টেস্ট খেলতে নামবে 'মেন ব্লু ব্রিগেড'। আহমেদাবাদের (Ahamedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে নামার আগে ব্যাপক চাপে ভারতীয় দল। আর এরইমধ্যে দলের দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) একেবারে ধুয়ে দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দেশের প্রাক্তন বাঁহাতি ওপেনারের বিস্ফোরক দাবি, প্যাট কামিন্স (Pat Cummins)-ন্যাথান লিঁওদের (Nathan Lyon) মোকাবিলা করার আগে বিরাট ও রোহিতের রঞ্জি ট্রফি (Ranji Trophy 2022-23) খেলে নেওয়া উচিত ছিল। 

গম্ভীর ক্ষোভের সঙ্গে বলেন, "হ্যাঁ কয়েকজন সিনিয়রের রঞ্জি ট্রফি খেলা উচিত ছিল। বিপক্ষে যখন অস্ট্রেলিয়ার মতো দল রয়েছে, তাই রঞ্জি ট্রফিতে নিজেদের মহড়া সেরে নেওয়াই ছিল সঠিক কাজ। যে যাই বলুক, আমার মতে ১০০ নয় ২০০ শতাংশ রঞ্জি খেলা উচিত ছিল।" এরপর তিনি ফের যোগ করেন, "নেটে ব্যাট করা আর ম্যাচে ব্যাট করার মধ্যে আকাশ-পাতাল ফারাক। সবাই জানি আমাদের দেশের রাজ্যদলের সঙ্গে অজি বোলিংয়ের তুলনা করা উচিত নয়। কিন্তু তাই বলে ম্যাচ প্র্যাকটিস না করা খুবই নেতিবাচক ব্যাপার। যতই ভারতীয় দল ২০ দিনের নেট সেশন করুক, ম্যাচ প্র্যাকটিস একেবারেই আলাদা।" 

ভারতীয় দল সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, ব্যাটারদের পারফরম্যান্স একেবারেই আহামরি নয়। বিশেষ করে প্রভাব ফেলতে ব্যর্থ বিরাট। এমনকি নাগপুরের প্রথম টেস্টে শতরান করলেও, এরপর থেকে রোহিতের ব্যাট শান্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচ উইনারের পরিসংখ্যান দারুণ হলেও, এবার কিন্তু স্পিন পিচে প্রভাব ফেলতে পারছেন না দু'জন। 

আরও পড়ুন: Jasprit Bumrah Health Update: অস্ত্রোপচার সফল, কবে মাঠে ফিরবেন 'বুম বুম বুমরা'? জেনে নিন

আরও পড়ুন: MS Dhoni, IPL 2023: রাহানে, রায়াডুদের বিরুদ্ধে অফ স্পিন বল করলেন ধোনি, ভিডিয়ো ভাইরাল

সেই ২০১৯ সালের পর থেকে ব্যাটে তিন অংকের রান নেই। দেখতে দেখতে ৪১টি ইনিংস হয়ে গেল। টেস্ট ক্রিকেটে কাঙ্খিত শতরান অধরা। চলতি সিরিজেও তো সেই পুরনো খুনে মেজাজে বিরাটকে দেখা যাচ্ছে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারে সেরা পারফরম্যান্স করেছেন। ২৩ টেস্টের ৪১ ইনিংসে তাঁর রান ১৭৯৩। গড় ৪৪.৮২। স্ট্রাইক রেট ৫২.৪৩। সঙ্গে রয়েছে ৭টি শতরান ও ৫টি অর্ধ শতরান। সবচেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে এহেন 'কিং কোহলি'-র ব্যাট একেবারে শান্ত। ৩ টেস্টের ৫ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১১১ রান। সর্বোচ্চ মাত্র ৪৪। গড় ২২.২০। স্ট্রাইক রেট ৫০.৬৮। 

অন্যদিকে রোহিত ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। নাগপুরে রোহিতের ব্যাট থেকে এসেছিল ২১২ বলে ১২০ রান। এরপর চলতি সিরিজের ৩ টেস্টের ৫ ইনিংসে করেছেন ২০৭ রান। গড় ৪১.৪০। স্ট্রাইক রেট ৫৭.৯৮। যদিও সামগ্রিক ভাবে অজিদের বিরুদ্ধে রোহিতের পারফরম্যান্স কিন্তু মন্দ নয়। এখনও পর্যন্ত ১০টি টেস্টের ১৯টি ইনিংসে রোহিত করেছেন ৬১৫ রান। গড় ৩৪.১৬। স্ট্রাইক রেট ৫০.৭০। সঙ্গে রয়েছে ১টি শতরান ও ৩টি অর্ধ শতরান। 

দু'জন ধারাবাহিকতা বজায় রাখতে না পারলেও, এখনও কামব্যাকের সুযোগ আছে। বিরাট ও রোহিতের ব্যাটের উপর ভর করে ভারতীয় দল শেষ টেস্ট জিতলে, ফের বিশ্ব টেস্ট ফাইনাল খেলার দরজা খুলে যাবে। তবে হারলেই কিন্তু ফের শুরু হবে প্রবল সমালোচনা। এখন টিম ইন্ডিয়া যাবতীয় চাপ ও স্পিন পিচের ধাক্কা সামলে সিরিজ জিততে, টেস্ট ফাইনালের টিকিট হাতে পায় কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.