Virat Kohli, BGT 2023: ক্যাচ ফেলতেই কোহলির দক্ষতা নিয়ে 'বিরাট' খোঁচা দিলেন মার্ক ওয়া
Virat Kohli: রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে প্যাট কামিন্সের অনবদ্য একটি ক্যাচ ধরেন বিরাট। তবে তাঁকে নিয়ে সমালোচনা বন্ধ হচ্ছে না। মার্ক ওয়া প্রশ্ন তোলার পর থেকে সেটা বেড়েই চলেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ও দীনেশ কার্তিকের (Dinesh Karthik) সঙ্গে সকাল থেকে কথা কাটাকাটি চলছিল। উসমান খোয়াজার (Usman Khwaja) আউট নিয়ে রবি শাস্ত্রীর (Ravi Shastri) সঙ্গে ঝামেলায় জড়িয়ে যান মার্ক ওয়া (Mark Waugh)। আর এরপর বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে পড়লেন অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন ওপেনার। বৃহস্পতিবার চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) প্রথম টেস্টের প্রথম দিন এই ঘটনা সামনে এল। স্লিপে বিরাটের ফিল্ডিং করা ও ক্যাচ ফেলে দেওয়া নিয়ে তাঁকে খোঁচা দিলেন মার্ক ওয়া।
খেলোয়াড় জীবনে দারুণ স্লিপ ফিল্ডার বলে পরিচিত ছিলেন মার্ক ওয়া। এদিন বিরাট দুবার ক্যাচ ফেলে দেন। সেটা দেখার পরেই মার্ক ওয়া বলেন, "দ্রুত নড়াচড়ার জন্য কোহলির দুই পায়ের ফাঁক আরও কম হওয়া উচিত। তাছাড়া কোহলির আরও ঝুঁকে দাঁড়ানো উচিত ছিল। ও একেবারেই প্রস্তুত ছিল না। স্লিপে ফিল্ডিং করলে প্রতি বলেই ক্যাচ আসতে পরে বলে ভেবে তৈরি থাকা দরকার। দ্রুত নড়াচড়ার জন্য পা আরও কাছাকাছি থাকতে হবে। তাছাড়া ও অনেক উঁচু হয়ে দাঁড়িয়েছিল। স্লিপে আরও ঝুঁকে ফিল্ডিং করা উচিত।"
আরও পড়ুন: KL Rahul, BGT 2023: রাহুলের আউট হওয়ার ধরন দেখে খেপে লাল রোহিত! উত্তাল সোশ্যাল মিডিয়া
আরও পড়ুন: Ravindra Jadeja, BGT 2023: 'স্যর জাদেজা'-র কামব্যাকের রহস্য কী? জানলে চোখ কপালে উঠবে!
১৫.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে স্লিপে স্টিভ স্মিথের ক্যাচ ছাড়েন বিরাট। স্মিথ তখন ৬ রানে ব্যাট করছিলেন। যদিও বল কোহলির শরীর থেকে অনেক দূরে ছিল না। কিন্তু রিঅ্যাকশন গোলমাল হয়ে যায় তাঁর। এরপর ৫৪.৬ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন পিটার হ্যান্ডসকম্ব। কিপার কে এস ভারত দক্ষতা দেখাতে পারলে ক্যাচ ধরে নিতে পারতেন। তবে নতুন কিপার বলের লাইনেই হাত নিয়ে যেতে পারেননি। কোহলি তৎপর থাকলে, তিনিও ক্যাচ ধরতে পারতেন।
যদিও এরপর রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে প্যাট কামিন্সের অনবদ্য একটি ক্যাচ ধরেন বিরাট। তবে তাঁকে নিয়ে সমালোচনা বন্ধ হচ্ছে না। মার্ক ওয়া প্রশ্ন তোলার পর থেকে সেটা বেড়েই চলেছে।