সত্তর লাখের গণ্ডি ছাপিয়ে গেলেন ৭১-এর তরুণ অমিতাভ
টুইটারে তাঁর একের পর এক পোস্ট মাতিয়ে দেয় দেশকে। টুইটারে তাঁর কবিতা, শায়েরির অপেক্ষায় থাকে দেশের ওয়েব দুনিয়ার সদস্যরা। সেই অমিতাভ বচ্চনই টুইটারে নতুন রেকর্ড গড়লেন। টুইটারে তাঁর ভক্তের সংখ্যা ৭০ লক্ষ ছাপিয়ে গেল।
টুইটারে তাঁর একের পর এক পোস্ট মাতিয়ে দেয় দেশকে। টুইটারে তাঁর কবিতা, শায়েরির অপেক্ষায় থাকে দেশের ওয়েব দুনিয়ার সদস্যরা। সেই অমিতাভ বচ্চনই টুইটারে নতুন রেকর্ড গড়লেন। টুইটারে তাঁর ভক্তের সংখ্যা ৭০ লক্ষ ছাপিয়ে গেল।
এখনও পরর্যন্ত মোট ২৬,৮৫৬টি টুইট করেছেন বিগ বি। তিনি ফলো করেন ৮৪০ জনকে। বিভিন্ন উত্সব, ঘটনায় নিজের প্রতিক্রিয়া টুইটারেই জানিয়ে থাকেন বিগ বি। মানা্না দে-র মৃত্যুতে শোকজ্ঞাপন থেকে দিওয়ালির শুভেচ্ছা সব কিছুই শেয়ার করেন টুইটারে।
শুধু টুইটার নয় ব্লগেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন বিগ বি। ৭০ পেরিয়েও সাইবার জগতে বিগ বির উত্সাহ বেশ চোখে পড়ার মত।