বোল্টের সামনে ২০০ তে সোনা জয়ের হাতছানি

অলিম্পিকে ১০০ মিটারের পর এবার ২০০ মিটারেও সোনা জয়ের হাতছানি উসেইন বোল্টের সামনে। বুধবার লন্ডনে ২০০ মিটারের সেমিফাইনালে ২০.১৮ সেকেন্ড সময় করে ফাইনালে ওঠেন বোল্ট।

Updated By: Aug 9, 2012, 03:19 PM IST

অলিম্পিকে ১০০ মিটারের পর এবার ২০০ মিটারেও সোনা জয়ের হাতছানি উসেইন বোল্টের সামনে। বুধবার লন্ডনে ২০০ মিটারের সেমিফাইনালে ২০.১৮ সেকেন্ড সময় করে ফাইনালে ওঠেন বোল্ট। এই ইভেন্টে অলিম্পিক রেকর্ড ও বিশ্বরেকর্ডের মালিক হলেও সেমিফাইনালে নিজের সেরাটা দেননি বোল্ট। তাঁরই সতীর্থ আর এক জামাইকান ইয়োহান ব্লেক ২০.০১ সেকেন্ড  সময় নিয়ে ফাইনালে উঠেছেন।
কার্ল লুইসের পর দ্বিতীয় অ্যাথলিট হিসেবে পরপর দুটি অলিম্পিকে একশ মিটারে সোনা জিতে নিয়ে ইতিমধ্যেই নজির গড়েছেন বোল্ট। এবার তাঁর প্রিয় ইভেন্টে বেজিংয়ের পর লন্ডনেও সোনা জিতে বোল্ট জীবন্ত কিংবদন্তী হয়ে উঠতে পারেন কিনা তার দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

.