Tokyo Olympics : ভারতের হয়ে ব্রোঞ্জ জয়, বিশ্বের এক নম্বর বক্সারের কাছে হারলেন Lovlina
তুরস্কের প্রতিপক্ষের কাছে হারলেন
নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিকে (Olympic) বক্সিংয়ের সেমিফাইনালে (Boxing) হেরে গেলেন ভারতের লভলিনা (Lovlina Borgohain) । ভারতের হয়ে ব্রোঞ্জ জয় করেলন তিনি। বুধবার ৬৪-৬৯ কেজি উইমেন্স ওয়েল্টারে প্রতিপক্ষ তুরস্কের বিশ্ব চ্যাম্পিয়ন বুসেনাজ সুরমেনেলির কাছে হারলেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিপক্ষকে ৪-১ এ হারিয়ে সোজা সেমিফাইনালে জায়গা করে নেন লভলিনা। এই নিয়ে টোকিও অলিম্পিকে তৃতীয় পদক পেল ভারত।
এদিনের ম্যাচে প্রথম রাউন্ডেই পরাজয় দিয়ে শুরু করেন লভলিনা। ম্যাচের স্কোর ছিল ৫-০। দ্বিতীয় রাউন্ডে মোট পয়েন্ট থেকে পয়েন্ট বাদ যায়। এরপর তৃতীয় ও চতুর্থ রাউন্ডে বিশ্বের এক নম্বর বক্সারের কাছে হার স্বীকার করতে হয় ভারতের লভলিনাকে। যদিও ভারতের হয়ে ব্রোঞ্জ জিতে তৃতীয় পদকটি আনলেন তিনি। অলিম্পিকে ভারতীয় বক্সিংয়ের ইতিহাসে বিজেন্দ্র সিং ও মেরি কমের পর আবার পদক জয় করলেন লভলিনা। জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন সকলে।
To win an #Olympic is medal in your first ever #Olympics is an amazing feat
Congratulations #Baazigar @LovlinaBorgohai. you make us proud #RingKeBaazigar#Boxing#Tokyo2020#Cheer4India#TeamIndia pic.twitter.com/MT1GnKAvtm
— Boxing Federation (@BFI_official) August 4, 2021