ব্রাজিলকে জিকা বিদ্রূপের যোগ্য জবাব জোলোকে
ব্রাজিল নাকি জিকার (জিকা একটি ভাইরাস, যা আফ্রিকা থেকে লাতিন দেশে ছড়িয়ে পড়েছে) দেশ! আমেরিকার তারকা ফুটবলার হোপ জোলোর এই বিদ্রূপের পর চুপ করেই ছিল ব্রাজিল। খবরের কাগজে লেখালেখি হলেও তেমন পাল্টা কোনও উত্তর দেয়নি লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ছিল অপেক্ষা। অবশেষে বিদ্রূপের পাল্টা ফুটবল মাঠে অভিনব প্রতিবাদ। যখনই পায়ে বল নিচ্ছেন, প্রতিপক্ষের শট সেভ করছেন আমেরিকার উইম্যান ফুটবল দলের তারকা গোলরক্ষক হোপ জোলো, গোটা মাঠ চিৎকার করছে জিকা জিকা বলে। দেখুন সেই ভিডিও-
ওয়েব ডেস্ক: ব্রাজিল নাকি জিকার (জিকা একটি ভাইরাস, যা আফ্রিকা থেকে লাতিন দেশে ছড়িয়ে পড়েছে) দেশ! আমেরিকার তারকা ফুটবলার হোপ জোলোর এই বিদ্রূপের পর চুপ করেই ছিল ব্রাজিল। খবরের কাগজে লেখালেখি হলেও তেমন পাল্টা কোনও উত্তর দেয়নি লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ছিল অপেক্ষা। অবশেষে বিদ্রূপের পাল্টা ফুটবল মাঠে অভিনব প্রতিবাদ। যখনই পায়ে বল নিচ্ছেন, প্রতিপক্ষের শট সেভ করছেন আমেরিকার উইম্যান ফুটবল দলের তারকা গোলরক্ষক হোপ জোলো, গোটা মাঠ চিৎকার করছে জিকা জিকা বলে। দেখুন সেই ভিডিও-
USA goalkeeper joked about Brazil being dangerous due to Zika. Every time she hit the ball, Brazil fans scream ZIKA. pic.twitter.com/zdZnVYqV4R
— Seleção Brasileira (@BrazilStats2) August 7, 2016