লাস্ট বয় পেরুদের সামনে কাল 'বেস্ট বয়' নেইমার
বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বের দুরন্ত ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ ব্রাজিলের সামনে। বুধবার সকালে মেসিরা নামার কয়েক ঘন্টার মধ্যে মাঠে নামবে নেইমার অ্যান্ড কম্পানি। সেলেকাওদের সামনে লিগ টেবিলে নিচের দিকে থাকা পেরু। আর্জেন্টিনাকে তিন-শূন্য গোলে উড়িয়ে দিয়ে ফুটছে ব্রাজিল। নয়া কোচ টিটে জমানায় ফিরে এসেছে সাম্বার ঝলক। পরপর ম্যাচ জিতে আপাতত লিগ শীর্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোল করছেন নেইমার। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ব্রাজিলের ওয়ান্ডার বয়। দেশের জার্সিতে নিজেকে চেনাচ্ছেন ফিলিপে কুটিনহো। সব মিলিয়ে আর আরও একটা ব্রাজিল শো দেখার অপেক্ষায় নেইমার ভক্তরা।
ওয়েব ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বের দুরন্ত ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ ব্রাজিলের সামনে। বুধবার সকালে মেসিরা নামার কয়েক ঘন্টার মধ্যে মাঠে নামবে নেইমার অ্যান্ড কম্পানি। সেলেকাওদের সামনে লিগ টেবিলে নিচের দিকে থাকা পেরু। আর্জেন্টিনাকে তিন-শূন্য গোলে উড়িয়ে দিয়ে ফুটছে ব্রাজিল। নয়া কোচ টিটে জমানায় ফিরে এসেছে সাম্বার ঝলক। পরপর ম্যাচ জিতে আপাতত লিগ শীর্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোল করছেন নেইমার। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ব্রাজিলের ওয়ান্ডার বয়। দেশের জার্সিতে নিজেকে চেনাচ্ছেন ফিলিপে কুটিনহো। সব মিলিয়ে আর আরও একটা ব্রাজিল শো দেখার অপেক্ষায় নেইমার ভক্তরা।
এদিকে,চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। পরীক্ষার সামনে লিওনেল মেসি। বুধবার ভোরে বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বে নীলসাদা জার্সিধারীদের সামনে কলম্বিয়া। ব্রাজিলের কাছে শেষ ম্যাচে ধরাশায়ী হয়ে এবার মাঠে নামছে মারাদোনার দেশ। এগারো ম্যাচে ষোল পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার গ্রুপে ছয় নম্বরে রয়েছে ব্রাজিল বিশ্বকাপের রানার্সরা। এই পরিস্থিতিতে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসিদের কাছে।
আরও পড়ুন- 'সেক্স ব্যান' নীতিতেই মেসির বাজিমাত!
বুধবারের ম্যাচে পয়েন্ট নষ্ট মানে চাপ আরও বাড়বে। ব্রাজিলের বিরুদ্ধে একদমই ছন্দে পাওয়া যায়নি মেসিকে। খারাপ জায়গা থেকে দেশকে টেনে তোলার চ্যালেঞ্জ এলএম টেনের সামনে। প্রতিপক্ষ দলে রয়েছেন হামেস রডরিগেজের মতো ফুটবলার। কোচের দায়িত্বে অতীতে আর্জেন্টিনার দায়িত্বে থাকা পেকারম্যান। সব মিলিয়ে আরও একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে মেসিদের সামনে।
(দেখুন স্পোর্টস ২৪, রাত সাড়ে দশটায়। ২৪ ঘণ্টা নিউজ চ্যানেলে।)