জীবনের শেষ ওয়ানডেতে ম্যাককালাম করলেন ২৭ বলে ৪৭ রান
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের। জীবনের শেষ ওয়ানডেতে ম্যাককালাম অস্ট্রেলিয়াকে হারিয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়লেন। অবশ্য শেষ ম্যাচেও বিতর্ক তাড়া করল কিউই অধিনায়ককে। শেষ ম্যাচে জিতে সিরিজও জিতল নিউজিল্যান্ড। সেডন পার্কে ওপেন করতে নেমে ম্যাককালাম করলেন ২৭ বলে ৪৭ রান। বড় রানের ইনিংস খেলার প্রতিশ্রুতি রেখে মিচেল মার্শের বলে ম্যাককালাম আউট হয়ে যান।
ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের। জীবনের শেষ ওয়ানডেতে ম্যাককালাম অস্ট্রেলিয়াকে হারিয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়লেন। অবশ্য শেষ ম্যাচেও বিতর্ক তাড়া করল কিউই অধিনায়ককে। শেষ ম্যাচে জিতে সিরিজও জিতল নিউজিল্যান্ড। সেডন পার্কে ওপেন করতে নেমে ম্যাককালাম করলেন ২৭ বলে ৪৭ রান। বড় রানের ইনিংস খেলার প্রতিশ্রুতি রেখে মিচেল মার্শের বলে ম্যাককালাম আউট হয়ে যান।
নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড করে ২৪৬ রান। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় মাত্র ১৯১ রানে। ৫৫ রানে জিতে সিরিজ ২-১ দখল করল নিউজিল্যান্ড। মিচেল মার্শের আউট নিয়ে বিতর্ক দেখা দেয়।
And that's it. End of a most exciting cricketing career. #Gbye Brendon #McCullum. Been a privilege to watch you bat. https://t.co/1fZ16dmbHe
— Siju Moothedath (@SijuMoothedath) February 8, 2016