অবসর নিচ্ছেন? ধোনির উত্তর...

আপনি কি চান, আমি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিই? (হাসতে হাসতে অস্ট্রেলিয়ার সাংবাদিক স্যামুয়েল ফেরিসকে পাল্টা প্রশ্ন)

Updated By: Apr 1, 2016, 10:52 AM IST
অবসর নিচ্ছেন? ধোনির উত্তর...

ধোনি: আপনি কি চান, আমি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিই? (হাসতে হাসতে অস্ট্রেলিয়ার সাংবাদিক স্যামুয়েল ফেরিসকে পাল্টা প্রশ্ন)
সাংবাদিক: না! আমি শুধু প্রশ্ন করলাম। (ইতস্তত ফেরিসের ত ত ত করে উত্তর)

ধোনি: আমি ভেবেছিলাম এই প্রশ্নটা হয়ত কোনও ভারতীয় সাংবাদিক করবেন। (সেকেন্ডের জন্য থেমে পরের প্রশ্ন) আপনার কোনও ভাই বা ছেলে আছে যে ভারতের জাতীয় দলে ক্রিকেট খলেবে? আপনার কি মনে হয় আমি আনফিট?
সাংবাদিক: না। (সোজাসুজি উত্তর)

ধোনি: আমাকে দৌঁড়াতে দেখেছেন?
সাংবাদিক: হ্যাঁ। ভেরি ফাস্ট। (অনেক দ্রুত দৌঁড়ান আপনি)

ধোনি: আপনার মনে হয়ে আমি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টিকে যাব?
সাংবাদিক: (ধোনির মুখোমুখি তাকিয়ে) হ্যাঁ। অবশ্যই।

ধোনি: হেসে ধোনি উত্তর দিলেন, তাহলে তো আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন।  
সাংবাদিক: ধন্যবাদ স্যার।

ওয়াংখেরেতে ক্যারিবিয়ানদের কাছে হেরে ২০১৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। ক্রীড়ামহলে জল্পনা চলছিল, 'এই বিশ্বকাপই কি ভারতীয় ক্রিকেটে ধোনি পর্বের শেষ অধ্যায় হবে'? নকআউট পর্বে ভারতের হারে প্রশ্ন উঠছে ধোনির 'ফাটকাবাজি' সিদ্ধান্ত নিয়েও। শেষ ওভারে কেন বিরাট, অস্বিন কেন নয়?  

সাংবাদিকদের মুখোমুখি ধোনি। বাংলাদেশের ম্যাচের পরও ধোনির সামনে ধেয়ে আসা সাংবাদিকের প্রশ্নে ওভার বাউণ্ডারি মেরেছিলেন মাহি। কিন্তু এবার তিনি যা করলেন, তা নিছক মজা নয়, আছে শ্লেষও। অস্ট্রেলিয়ার সাংবাদিকের অবসর প্রশ্নে ধোনির উত্তর-

ICC WT20 2016

Captain MS Dhoni turns the tables - gets a journalist to answer his query on retirement plans.

Posted by Indian Cricket Team on Thursday, March 31, 2016

.