Mohun Bagan Super Giant: বুক ভাঙল সবুজ-মেরুন সমর্থকদের! মিডফিল্ড জেনারেল ছাড়লেন ক্লাব
Carl McHugh Leaves Mohun Bagan To Join FC Goa: কার্ল ম্যাকহিউয়ের সঙ্গে সম্পর্ক শেষ হল মোহনবাগানের। ক্লাব ও ফুটবলারের মৌখিক সম্মতিতেই বিদায়ঘণ্টা বেজেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাল ২০১৯। স্কটল্যান্ডের মাদারওয়েল ফুটবল ক্লাব থেকে ভারতে এসেছিলেন কার্ল ম্য়াকহিউ (Carl McHugh)। আইরিশ মিডফিল্ডার, এটিকে (ATK) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) মিলিয়ে চার মরসুম কাটিয়েছেন। জিতেছেন জোড়া ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। এই কয়েক বছরে শুধু ক্লাবেরই নন, সবুজ-মেরুন সমর্থকদেরও হৃদয়ে জুড়ে ছিলেন কার্ল। হয়ে গিয়েছিলেন মিডফিল্ড জেনারেল। সেই কার্ল এবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন।
আরও পড়ুন: Mohun Bagan Super Giant: মাঠে কামিন্স-থাপা-সাদিকু ম্যাজিক! বেনজির ঘটনা সবুজ-মেরুনের ড্র ম্যাচে
কার্লের ক্লাব ছাড়ার গুঞ্জন আগেই ছিল। এবার সেই খবরে সিলমোহর দিল গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব। শুক্রবার দুপুরে কার্লের সঙ্গে 'গোল্ডেন হ্যান্ডশেক' করার খবর জানিয়ে দেওয়া হয়। কার্ল মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ক্লাব এফসি গোয়াতেই (FC Goa) যাচ্ছেন। দুরন্ত শক্তিশালী দলগঠন করছে এফসি গোয়া। ইতিমধ্যেই ভিক্টর রডরিগেজ, ওদেই, কার্লোস মার্টিনেজ, পাউলো রেত্রের মতো ফুটবলারদের সই করিয়েছে গোয়ানিজ ক্লাব। এবার কার্লকে নেওয়ায় তাদের ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজ থামল। কার্ল আবার সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও অনায়াসে খেলে দিতে পারেন।
মোহনবাগানের গত মরসুমে ২২ ম্যাচে খেলা কার্ল ৩ গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন ৩০ বছরের মাঝমাঠের ইঞ্জিন। মাঠে তাঁর উপস্থিতি প্রতি ম্যাচেই বুঝিয়েছেন। চার মরসুমে ৬৬ ম্যাচ খেলা আইরিশ তারকা এবার নতুন চ্যালেঞ্জ নেবেন। কার্লকে ছেড়ে দেওয়ায় সেঅর্থে মোহনবাগানের কোনও ফারাক পড়বে না। কারণ চলতি বছর যে টিম সবুজ-মেরুন বানিয়েছে, তাতে মাঝমাঠে খেলার মতো একাধিক দেশ-বিদেশের ফুটবলার রয়েছেন। অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন হ্যামিল, আনোয়ার আলি ও জনি কাউকোর মতো সব নামই আছে টিমে।
আরও পড়ুন: ঐতিহাসিক সিদ্ধান্ত, এবার ইস্টবেঙ্গল দিবসে 'ভারত গৌরব' সম্মান পাচ্ছেন রতন টাটা