তিন সপ্তাহের লড়াইয়ে জিতলেন সেই কার্লসেনই, অক্ষত বিশ্বসেরার শিরোপা

শেষ তিন সপ্তাহে ১২টি রাউন্ড পরপর ড্র হওয়ার পর খেলা পৌঁছয় ট্রাইবেকারে।  সেখানে মার্কিন প্রতিযোগিকে ৩-০-তে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন কার্লসেন।

Updated By: Nov 29, 2018, 04:35 PM IST
তিন সপ্তাহের লড়াইয়ে জিতলেন সেই কার্লসেনই, অক্ষত বিশ্বসেরার শিরোপা
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: তিনি বিশ্বসেরা ছিলেন, তিনিই বিশ্বসেরা থাকলেন। তিন সপ্তাহের লড়াইয়ের পর মার্কিন দাবাড়ু ফাবিয়ানো কারুয়েনাকে হারিয়ে বিশ্বসেরার খেতাব ধরে রাখলেন নরওয়ের দাবাড়ু ম্যাগনাস কার্লসেন।

আরও পড়ুন- ৪০৮ দিন পর মাঠে ফিরে প্রথম রান করতে এতগুলো বল খেললেন যুবরাজ সিং!

শেষ তিন সপ্তাহে ১২টি রাউন্ড পরপর ড্র হওয়ার পর খেলা পৌঁছয় ট্রাইবেকারে।  সেখানে মার্কিন প্রতিযোগিকে ৩-০-তে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন কার্লসেন। ২৬ বছরের এই দাবাড়ু এই নিয়ে অষ্টমবার বিশ্বসেরার শিরোপা ধরে রাখলেন।

আরও পড়ুন- ফের পৃথ্বী-ম্যাজিক, অজি-ভূমে অস্তিত্ব জাহির সচিনের উত্তরসূরির

কার্লসেনের এই জয়ের পর টুইটে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপারভ। কার্লসেনের ধারাবাহিক পারফরম্যান্সে তিনি মুগ্ধ। বিশেষ করে র‌্যাপিড রাউন্ডে যেভাবে প্রতিপক্ষকে নকআউট করেছেন নরওয়ের দাবাড়ু, তারপর কার্লসেনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি লিখেছেন, “দ্রুত খেলতে খেলতে আমদের খেলার মান পড়তে থাকে, আমরা ক্রমাগত খারাপ খেলি। কিন্তু কার্লসেনের এই অনুপাত সত্যিই প্রশংসনীয়। এই ফরম্যাটে এটাই ওর অ্যাডভান্টেজ”। 

.