চ্যাম্পিয়ন্স ট্রফি: মোবাইল সুখ থাকল না ক্রিকেটারদের

স্পট ফিক্সিং কাণ্ডের ছায়া পিছু ছাড়ছে না চ্যাম্পিয়নস ট্রফিকেও। ক্রিকেটকে গড়াপেটার কলঙ্কমুক্ত করার ব্যাপারে তাই আর কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় আইসিসি। যেকোনও ধরনের দুর্নীতির সম্ভাবনাকে গোড়াতেই উপরে ফেলতে বদ্ধ পরিকার আইসিসি এবার কিছু অভিনব সিদ্ধান্ত নিল। ম্যাচ শুরু হওয়ার আগে বাসে ওঠার সময় ক্রিকেটারদের মোবাইল ফোন দলের কোচের কাছে জমা রাখতে হবে। শুধু তাই নয় আইসিসির দুর্নীতি বিরোধী ও সুরক্ষা শাখা (এসিএসইউ) এবার থেকে হোটেলের চারপাশেও ক্রিকেটারদের গতবিধির উপর কড়া নজর রাখবে।

Updated By: Jun 6, 2013, 12:16 PM IST

স্পট ফিক্সিং কাণ্ডের ছায়া পিছু ছাড়ছে না চ্যাম্পিয়নস ট্রফিকেও। ক্রিকেটকে গড়াপেটার কলঙ্কমুক্ত করার ব্যাপারে তাই আর কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় আইসিসি। যেকোনও ধরনের দুর্নীতির সম্ভাবনাকে গোড়াতেই উপরে ফেলতে বদ্ধ পরিকার আইসিসি এবার কিছু অভিনব সিদ্ধান্ত নিল। ম্যাচ শুরু হওয়ার আগে বাসে ওঠার সময় ক্রিকেটারদের মোবাইল ফোন দলের কোচের কাছে জমা রাখতে হবে। শুধু তাই নয় আইসিসির দুর্নীতি বিরোধী ও সুরক্ষা শাখা (এসিএসইউ) এবার থেকে হোটেলের চারপাশেও ক্রিকেটারদের গতবিধির উপর কড়া নজর রাখবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আটটি দলের মধ্যে ছটি দল তাদের সাপোর্টিং স্টাফ নিয়ে গতকাল এসিএসইউ-এর একটি উপস্থাপনায় অংশগ্রহণ করে। এই উপস্থাপনায় গড়াপেটা সংক্রান্ত বিপদ সংকেত কী ভাবে চেনা যাবে এবং সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়।

.