অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণার এই ঘটনাটা জানেন
মেডলাইন ডি জেসাস। পুয়ের্তো রিকোর এই অ্যাথলিটকে কোনওদিনই হয়তো ভুলতে পারবে না বিশ্ব। না, মেডলাইন ভাল লং জাম্পার- ট্রিপল জাম্পার ঠিকই, কিন্তু সে রকম ভাল তো অনেকেই আছেন,ছিলেন। সবাইকে কী মনে রাখা যায়?মেডলাইনকে বিশ্ব মনে রাখবে একেবারে অন্য একটা কারণে।
ওয়েব ডেস্ক: মেডলাইন ডি জেসাস। পুয়ের্তো রিকোর এই অ্যাথলিটকে কোনওদিনই হয়তো ভুলতে পারবে না বিশ্ব। না, মেডলাইন ভাল লং জাম্পার- ট্রিপল জাম্পার ঠিকই, কিন্তু সে রকম ভাল তো অনেকেই আছেন,ছিলেন। সবাইকে কী মনে রাখা যায়?মেডলাইনকে বিশ্ব মনে রাখবে একেবারে অন্য একটা কারণে।
পড়ুন- খেলার সব খবর
১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে লং জাম্প ইভেন্টে খেলতে গিয়ে মারাত্মক চোট পান মেডলাইন। ফলে অলিম্পিক সেখানেই শেষ হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু মেডলাইন খুব চেয়েছিলেন 4×400-মিটার রিলেতে দৌড়তে। মেডলাইনের দেশের পদক জয়ের সম্ভাবনা ছিল এই ইভেন্টে। মেডলাইন এক ফন্দি আঁটেন। মেডলাইনের যমজ বোন মার্গারেট সেই গেমসে ছিলেন। মার্গারেটেও অ্যাথলিট ছিলেন। মার্গারেটকে দেখতে একেবারে হুবহু মেডলিনের মত। মেডলিন সেই সুবিধাটা নিয়ে, হিট রাউন্ডে তাঁর হয়ে দৌড়তে মার্গারেটকে পাঠান। কারও বোঝার উপায় নেই কে দৌড়চ্ছে। মজার কথা মেডলিনের দেশ ফাইনালেও ওঠে। কিন্তু ব্যাপারটা একমাত্র ধরে ফেলেন দলের কোচ। তিনিই নিজেই দলের নাম তুলে নেন।
এটাকেই একও পর্যন্ত অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণার ঘটনার তালিকায় প্রথম দিকে রাখা হয়।