নাটকীয় জয়ে মরিনহোর কিস্তিমাত, হাসতে হাসতে শেষ চারে রিয়ালও
কোয়ার্টার ফাইনালের ফিরতি লিগে প্যারিস সেন্ট জার্মানকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গেল চেলসি। প্রথম লেগে তারা হেরেছিল ৩-১ গোলে। তবে অ্যাওয়ে ম্যাচে এক গোল করায় মঙ্গলবার ফরাসি ক্লাবকে গোল ব্যবধানে টেক্কা দিল ব্রিটিশ ক্লাব।
চেলসি (২) প্যারিস সেন্ট জার্মান (০) (দুই সাক্ষাত্ মিলিয়ে ৩-৩ ) (অ্যাওয়ে গোলের সুবাদে চেলসি শেষ চারে)
রিয়াল মাদ্রিদ (২) বরুসিয়া ডর্টমুন্ড (০) (দুই পর্বের সাক্ষাত্ মিলিয়ে ৫-০) (সেমিতে রিয়াল মাদ্রিদ)
-----------------------
কোয়ার্টার ফাইনালের ফিরতি লিগে প্যারিস সেন্ট জার্মানকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গেল চেলসি। প্রথম লেগে তারা হেরেছিল ৩-১ গোলে। তবে অ্যাওয়ে ম্যাচে এক গোল করায় মঙ্গলবার ফরাসি ক্লাবকে গোল ব্যবধানে টেক্কা দিল ব্রিটিশ ক্লাব।
খেলার ৩২ মিনিটের মাথায় চেলসির প্রথম গোল করেন জার্মান তারকা স্কারলে। ম্যাচের শেষ লগ্নে বায়ের দুরন্ত গোল এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দেয় প্যারিস সেন্ট জার্মানকে।
গতকাল ইব্রাহিমোভিচ না থাকায় এমনিতেই আক্রমণের ঝাঁজ কমে গিয়েছিল প্যারিস সেন্ট জার্মানের। কেবল একবারই তাঁরা বিব্রত করতে পেরেছিলেন চেলসির গোলরক্ষক পেড্রো চেককে। ম্যাচের বাকি সময়টা তিনি ছিলেন নীরব দর্শক।
অন্যদিকে, শেয আটের ফিরতি লিগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারালেও, গোল ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বরুসিয়া ডর্টমুন্ড। প্রথম লিগে রিয়ালের কাছে তারা হেরেছিল ৩-০ গোলে। শেষ চারে যাওয়ার জন্য জার্মান দলের দরকার ছিল চার গোলে জয়। খেলার ২৪ মিনিটে রেউসের গোলে এগিয়ে যায় বরুসিয়া। ৩৭ মিনিটের মাথায় ফের রেউসের গোলে ব্যবধান বাড়ায় বরুসিয়া। শুরু হয় স্বপ্ন দেখা।
কিন্তু দ্বিতীয়ার্ধে সুযোগ পেলেও আর গোলের দরজা খুলতে পারেনি জার্মান দলটি। বেশ কয়েকবার নিশ্চিত গোল বাঁচান রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ইকর ক্যাসিয়াস। প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল রিয়াল। কিন্তু ডি মারিয়ার শট রুখে দেন বরুসিয়ার গোলরক্ষক রোমান ওয়েডেনফেলার। চোটের কারণে মঙ্গলবারের ম্যাচ খেলতে পারেননি রোনাল্ডো। এই নিয়ে টানা চারবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করল রিয়াল।