মাদ্রিদে আটকে মরিনহোর মুখ ভার, আজ পরীক্ষা রিয়ালের

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে চেলসির বিরুদ্ধে আটকে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার ফল গোলশূন্য। অ্যাওয়ে ম্যাচে গোল করতে না পারায় চেলসি কোচ হোসে মরিনহো হতাশ। আগামী বুধবার লন্ডনে দ্বিতীয় লেগের সমেফিআনেল মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে উঠবে।

Updated By: Apr 23, 2014, 08:32 AM IST

চেলসি (০) অ্যাটলেটিকো মাদ্রিদ (০)

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে চেলসির বিরুদ্ধে আটকে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার ফল গোলশূন্য। অ্যাওয়ে ম্যাচে গোল করতে না পারায় চেলসি কোচ হোসে মরিনহো হতাশ। আগামী বুধবার লন্ডনে দ্বিতীয় লেগের সমেফিআনেল মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে উঠবে।

তবে অন্তত ১-১ গোলে ড্র হলেও অ্যাওয়ে গোলের ভিত্তিতে ফাইনালে উঠে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই বিষয়টা অস্বস্তিতে রাখবে চেলসিকে। কারণ গতকাল রাতের ম্যাচে বহুমূল্য গোল করার বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েছিল লন্ডনের নীল জার্সির দলটি। অ্যাওয়ে গোল না করার আফশোসের সঙ্গে যোগ হবে গোলকিপার পিটার চেক আর জন টেরির চোট।

দ্বিতীয় সেমিফাইনালে আজ বায়ার্ন মিউনিখের মুখোমুখি রোনাল্ডোর রিয়েল মাদ্রিদ।

.