WATCH | Chetan Sharma Resigns | Shiv Sundar Das: চেতনের ইস্তফার পর প্রাক্তন ভারতীয় ওপেনারই নির্বাচক প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে

Chetan Sharma Resigns: চেতন শর্মার গেম ওভার! জি নিউজের স্টিং অপারেশনে তোলপাড় হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট। চেতন বাধ্য হয়েছেন নির্বাচক প্রধানের পদ ছেড়ে দেওয়ার জন্য। চেতনের জায়গায় আসতে পারেন প্রাক্তন ভারতীয় ওপেনার শিব সুন্দর দাস। তাঁর কাঁধেই বর্তাতে পারে গুরুদায়িত্ব।

Updated By: Feb 17, 2023, 02:55 PM IST
WATCH | Chetan Sharma Resigns | Shiv Sundar Das: চেতনের ইস্তফার পর প্রাক্তন ভারতীয় ওপেনারই নির্বাচক প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে
চলে এল বড় আপডেট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি নিউজ (ZEE NEWS)-এর স্টিং অপারেশনের জেরে শেষ পর্যন্ত তাঁর চাকরিই গেল। প্রবল চাপের মুখে বিসিসিআই-এর প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা (Chetan Sharma)। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। মাত্র কয়েক ঘন্টার স্টিং অপারেশন, আর সেই ভিডিয়ো ফুটেজকে কেন্দ্র করেই তোলপাড় হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট। চেতন শর্মার পদত্যাগের পর এখন নির্বাচকদের মধ্যে রয়ে গেলেন- প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সলিল আঙ্কোলা (Salil Ankola), শিব সুন্দর দাস (Shiv Sundar Das) ও সুব্রত বন্দ্যোপাধ্য়ায় (Subroto Banerjee)। রয়েছেন তামিলনাড়ুর ব্যাটার শ্রীধরন শরথ (Sridharan Sharath)। শোনা যাচ্ছে পরবর্তী মুখ্য নির্বাচক হতে পারেন শিব সুন্দরই। প্রাক্তন ভারতীয় ওপেনার ও ওড়িশার ব্য়াটারকেই দেওয়া হতে পারে গুরুদায়িত্ব।

আরও পড়ুনChetan Sharma Resigns: স্টিং অপারেশনের জের! ইস্তফা দিলেন মুখ্য জাতীয় নির্বাচক চেতন শর্মা

চেতন একের পর এক ড্রেসিংরুমের খবর সামনে নিয়ে এসেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলির ইগোর লড়াই থেকে গোপন ক্যামেরার সামনে 'কিং কোহলি'-কে মিথ্যাবাদী বলে দেওয়া! এমনকী তিনি এও বলেন যে, ভারতীর দলের একাধিক তারকা ক্রিকেটার, দলে টিকে থাকার জন্য অ্যান্টি ডোপিং ইঞ্জেকশন এবং ওষুধ খেয়ে নিজেদের ফিট বলে দাবি করে থাকেন! জসপ্রীত বুমরার চোটের ইস্যু নিয়েও বেফাঁস মন্তব্য করেন তিনি! জি নিউজের (Zee News) #গেমওভার (#GameOver) অনুষ্ঠানের লুকনো ক্যামেরায় একাধিক ভয়ংকর দাবি করার জন্য চেতনের খেলা শেষ হয়ে গেল! চেতনের বিদায়ঘণ্টা বাজার পরেই বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়ে দেন যে, দ্রুত পরবর্তী মুখ্য নির্বাচকের নাম বেছে নেওয়া হবে। বিষয়টি তিনি বিসিসিআই-এর আভ্য়ন্তরীণ বিষয় বলেই মন্তব্য করেন। এই মুহূর্তে চলছে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি। চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা চলছে দিল্লিতে। বিসিসিআই প্রথম দুই টেস্টের দল বেছে নিয়েছিল। এবার সম্ভবত শিব সুন্দরের নেতৃত্বে বাকি দুই টেস্টের দলও বেছে নেবেন নির্বাচকরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.