Achinta Sheuli, Mamata Banerjee : 'সোনার ছেলে'-কে পাঁচ লাখ টাকা অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী
Achinta Sheuli, Mamata Banerjee : সোমবার রাতেই অচিন্ত্য কলকাতায় এসে গিয়েছেন। এর আগে তাঁর হাওড়ার পাঁচলার বাড়িতে গিয়ে তাঁর দাদার চাকরির প্রতিশ্রুতি দিয়ে এসেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। অচিন্ত্যর দাদা অলোক শিউলি দমকল দফতরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত্য শিউলিকে (Achinta Sheuli) পাঁচ লক্ষ টাকা পুরস্কার অর্থ দেবে রাজ্য সরকার। বুধবার মোহনবাগানের তাঁবুর উদ্বোধন করে এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৬ অগস্ট 'খেলা দিবস'-এর অনুষ্ঠানে বাংলার সোনা জয়ী তারকার হাতে ওই অর্থ তুলে দেওয়া হবে। শুধু অচিন্ত্যই নন, স্কোয়াশে পদকজয়ী সৌরভ ঘোষালকেও অর্থ মূল্য দেওয়া হবে।
সোমবার রাতেই অচিন্ত্য কলকাতায় এসে গিয়েছেন। এর আগে তাঁর হাওড়ার পাঁচলার বাড়িতে গিয়ে তাঁর দাদার চাকরির প্রতিশ্রুতি দিয়ে এসেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। অচিন্ত্যর দাদা অলোক শিউলি দমকল দফতরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন। কিন্তু সেই দপ্তরে স্থায়ী চাকরি হওয়া সহজ নয়। তাই মনোজ বলেছেন, ওই দপ্তরে চাকরি হলে ভাল না হলে আমার ক্রীড়া দপ্তরে ওঁর চাকরির ব্যবস্থা করব।
আরও পড়ুন: Mamata Banerjee : 'অতুলনীয়' মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন মুখ্যমন্ত্রী
আরও পড়ুন: Virat Kohli : রোহিত, দ্রাবিড়ের জমানায় কোহলি, রাহুলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কালো মেঘ! কিন্তু কেন?
গত ১ অগস্ট ভারোত্তোলনের ৭৩ কিলো বিভাগে স্ন্যাচিংয়ে অচিন্ত্য অনায়াসে রেকর্ড গড়েছিলেন। প্রথম চেষ্টায় তুললেন ১৩৭ কিলো। পরের বার তুললেন ১৪০ কিলো এবং শেষ বার ১৪৩ কিলো। গেমস রেকর্ড গড়লেন অচিন্ত্য। বাকিদের মধ্যে মালয়েশিয়ার মুহম্মদ এরি শেষ চেষ্টায় ১৩৮ কিলো তোলেন। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় অচিন্ত্য তোলেন ১৬৬ কিলো। পরের বার ১৭০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় সেই ওজন তুলে দেন তিনি। গেমস রেকর্ড গড়েন মোট ৩১৩ কিলো তুলে। সেই কীর্তি গড়ার পর ভারতীয় সেনাবাহিনীর এই জওয়ানকে নিয়ে উত্তেজনা তুঙ্গে।