৯ জনের উরুগুয়েকে ঝাল দেখিয়ে কোপার সেমিতে চিলি
চিলি (১) উরুগুয়ে (০)
ওয়েব ডেস্ক: কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল আয়োজক দেশ চিলি। কোয়ার্টার ফাইনালে ৯ জনের উরুগুয়কে ১-০ গোলে হারাল চিলি। দু দুটো লাল কার্ড দেখে ম্যাচ একটা সময় উরুগুয়ে ৯ জন হয়ে গিয়েছিল। কখনও কোপা আমেরিকা না জেতা চিলি খেতাব থেকে আর দু ম্যাচ দূরে।
প্রথমার্ধে তুল্যমূল্য লড়াইয়ের পর ম্যাচের ৬৩ মিনিটে উরুগুয়ের এডিনসন কাভানি লাল কার্ড দেখেন। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় চিলি। ১০ জনের উরুগুয়ের ৯ জন নেমে আসেন ডিফেন্সে। অনেকটা সময় আটকে থারা পর অবশেষে গোলের ফাঁড়া কাটান চিলির ইসলা। গোল খাওয়ার পর মেজাজ হারান উরুগুয়ের ফুটবলাররা। অবৈধ ট্যাকেলের দায়ে দু বার হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে বলা হয় উরুগুয়ের ডিফেন্ডার ফুসালি। দ্বিতীয় লাল কার্ড দেখার সঙ্গে সঙ্গে উরুগুয়ের ফুটবলার, কোচ রেফারির উপর কার্যত ঝাঁপিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর ম্যাচ শুরু হয়। গোটা ম্যাচে উরুগুয়ে আক্রমণে ওঠার চেয়ে বেশি সংখ্যাক ফাউল করে।
অধরা মাধুরির লক্ষ্যে সেমিতে চিলির প্রতিপক্ষ বলিভিয়া বনাম পেরু কোয়ার্টার ফাইনালের বিজয়ী দেশ।