গেইলকে দেখেই পেটাতে শিখেছি, বদলে গেছে জীবন : আন্দ্রে রাসেল
৯ ম্যাচে ৩৭৭ রান করেছেন। ব্যাটিং গড় ৭৫.৪০ আর স্ট্রাইক রেট ২২০.৪৬।
নিজস্ব প্রতিবেদন : শুক্রবার ইডেন গার্ডেন্সে আরসিবি-র বিরুদ্ধে নীতিশ রানাকে সঙ্গে নিয়ে লড়াইটা কাজে আসেনি আন্দ্রে রাসেলের। ম্যাচটা ১০ রানে হারতে হয়েছে কলকাতাকে। ২৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেও হার বাঁচাতে পারেননি। ম্যাচ শেষে আক্ষেপ করে রাসেল বলেছেন, চার নম্বরে নামতে চেয়েছিলেন। পাশাপাশি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, "গেইলকে দেখেই পেটাতে শিখেছি,'ইউনিভার্স বস' বদলে দিয়েছে আমার জীবন।"
২০১৯ সালের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন কেকেআরের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ৯ ম্যাচে ৩৭৭ রান করেছেন। ব্যাটিং গড় ৭৫.৪০ আর স্ট্রাইক রেট ২২০.৪৬। পাওয়ার হিটিংয়ের জন্য এবারের আইপিএলে সবচেয়ে নজর কেড়েছেন এই রাসেলই। এখন পর্যন্ত ৩৯টি ছক্কা হাঁকিয়ে আইপিএলে সবার ওপরে দ্রে রাসই। তার পরেই হয়েছে ক্যারিবিয়ান বিগ হিটার ক্রিস গেইল। পাওয়ার হিটিংয়ের রহস্য ফাঁস করলেন দ্রে রাস। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ক্রিস গেইলের উপদেশেই বদলে গিয়েছে তাঁর জীবন। আর বাইশ গজে পেটাতে শিখেছেন।
আরও পড়ুন- চার নম্বরে কেন নামতে চেয়েছিলেন, কারণ জানালেন আন্দ্রে রাসেল
রাসেল বলেন, " পাওয়ার হিটিংয়ের নিরিখে ক্রিস গেইলই আমার জীবনটা বদলে দিয়েছে। আমি ওর থেকে অনেক কিছু শিখেছি। আগে আমি হালকা ব্যাটে খেলতাম। কিন্তু হালকা ব্যাটে বল লাগলে যেখানে খুশি গিয়ে বল উড়ে যেত না। বিশ্বকাপের (২০১৬) সময় গেইল এসে আমাকে বলে, রাস তুমি এর চেটয়ে ভালো খেলতে পারো।তুমি বড়-ভারি ব্যাট ব্যবহার কর। তুমি অনেক স্ট্রং।"