ফিট-আনফিট বিভ্রান্তিঃ ক্লার্ক বনাম টিম অস্ট্রেলিয়া
ওয়েব ডেস্কঃ ব্যাটে-বলে ফিট অসি ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক। কিন্তু ফিজিক্যালি তিনি এখনও আন ফিট। অসি কোচ লেমন সহ টিম ম্যানেজম্যান্টের দাবি ক্লার্ক সব দিক থেকেই ফিট। ক্লার্কের
নেতৃত্বেই বিশ্বকাপ সফর শুরু করবে টিম অস্ট্রেলিয়া। ক্লার্কের বিশ্বকাপ দলে থাকা, না থাকা নিয়ে সমস্ত জল্পনার অবসান করলেন তিনি নিজেই। "আমার ফিটনেস সক্রান্ত যাবতীয় বিষয়ের সিদ্ধান্ত
নেবে মেডিক্যাল টিম' ক্লার্ক নিজেই তা জানিয়ে দেন সংবাদ মাধ্যমকে।
ক্লার্ক পুরোপুরি ফিট না হলে স্টিভ স্মিথ দলের ব্যাটন ধরবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে প্রথমে একাদশে ক্লার্ক থাকবেন না এটা একপ্রকার নিশ্চিত। টিম অস্ট্রেলিয়া অবশ্য দলে ক্লার্কের
থাকা নিয়ে আশাবাদী। ২২ গজে না থাকলেও দলের মেরুদণ্ড কে মানসিকভাবে চাঙ্গা করবেন মাইকেল ক্লার্ক।
বাংলাদেশের বিরেদ্ধে প্রস্তুতি ম্যাচে ক্লার্কের অনবদ্য ৩২ আর হাত ঘুরিয়ে ৬ ওভার বোলিং, ক্লার্কের কামব্যাককে জোরদার করেছে। শুধু তাই নয়, ৩২ ওভার পর্যন্ত মাঠে ফিল্ডিং ও করেন তিনি। ২২
গজে ব্যাটিং আর বোলিং করে তিনি মানসিকভাবে অনেকটাই চাঙ্গা। তিনি জানিয়েছেন, "দলের জন্য রান করতে সবসময়ই ভালো লাগে। কিন্তু ৫০ ওভার মাঠে থাকার জন্য যে ফিটনেস দরকার, আমি
তার জন্য প্রস্তুত নই'।