ISL 2020-21: কোভিড-কালেও গোয়াতে ক্লোজড ডোর অনুশীলন হাবাসের, শনিবার মাঠে নামছেন রয় কৃষ্ণা
২০ নভেম্বর উদ্বোধনী ম্যাচের আগে প্রায় তিন সপ্তাহ সময় পাবেন হাবাস দল গুছিয়ে নেওয়ার জন্য।
নিজস্ব প্রতিবেদন: কোভিড কালের ফুটবল অনুশীলনেও নিজের দর্শন থেকে এতো টুকু সরতে নারাজ এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস। নিউ নরম্যাল ফুটবল অনুশীলনেও ক্লোজড-ডোর। কলকাতায় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে যেমন কালো কাপড়ের আড়ালে চলে হাবাসের রণকৌশল ঠিক তেমনই এবার গোয়ায় বেনোলিমে এটিকে মোহনবাগানের প্র্যাকটিস গ্রাউন্ডের চারপাশে কালো কাপড় দিয়ে আড়াল করা। আর সেখানেই চলছে ডেভিড উইলিয়ামস, তিরি, প্রীতম কোটাল, অরিন্দম ভট্টাচার্য ট্রেনিং। স্টেডিয়ামের পাশে বড় রাস্তা। তাঁর দলের স্ট্র্যাটেজি অন্য কেউ যাতে না দেখে ফেলে সেটা একেবারেই না পসন্দ হাবাসের।
A few exchanges between our Spanish Maestros to get them warmed up!#ATKMohunBagan #Mariners #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/LYjDWPCROC
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) October 28, 2020
গোয়ায় বেশ গরম। তার মধ্যেই দুবেলা অনুশীলন চলছে এটিকে মোহনবাগানের। বৃহস্পতিবার থেকে অবশ্য এক বেলা করে অনুশীলন করাবেন বলে ঠিক করেছেন হাবাস। পুজোর দিনগুলোতেও কঠোর অনুশীলন করতে হয়েছে প্রীতম, প্রবীর, প্রণয়দের। অষ্টমীর দিন অবশ্য একটু ব্যতিক্রম ছিল। বাঙালি খাবারের আয়োজন করা হয়েছিল সকলের জন্য।
Good morning, #Mariners
Let’s all have a Willo Wednesday! #ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/sigSyU0smq— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) October 28, 2020
সন্দেশ ঝিঙ্ঘান, সুভাশিস বসু সহ কয়েকজন বাদ দিয়ে গতবারের চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ ফুটবলারই এবারও রয়েছেন এটিকে মোহনবাগানে। ডেভিড উইলিয়ামস, তিরি সহ স্প্যানিশ ফুটবলার ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন। শনিবার কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে অনুশীলনে নেমে পড়ছেন রয় কৃষ্ণা। ২০ নভেম্বর উদ্বোধনী ম্যাচের আগে প্রায় তিন সপ্তাহ সময় পাবেন হাবাস দল গুছিয়ে নেওয়ার জন্য। সময় কম হলেও অবশ্য চিন্তিত নন একেবারেই তিনি। পরিবেশ পরিস্থিতি এবং পরিকল্পনা অনুযায়ী সবকিছু চলছে বলেই তিনি জানান।
আরও পড়ুন - টানেলে টুইস্ট! রিয়াল সতীর্থদের বেনজেমা বলেছিলেন ভিনিসিয়াস জুনিয়রকে বল পাস না করতে