কমনওয়েলথে ৩২৫ সদস্যের ভারতীয় দল পাঠাচ্ছে ক্রীড়ামন্ত্রক

ব্যক্তিগত ইভেন্টে শুটিং এবং অ্যাথলেটিক্সেই সবচেয়ে বেশি প্রতিযোগী পাঠিয়েছে ভারত।

Updated By: Mar 26, 2018, 04:57 PM IST
কমনওয়েলথে ৩২৫ সদস্যের ভারতীয় দল পাঠাচ্ছে ক্রীড়ামন্ত্রক

নিজস্ব প্রতিবেদন : আসন্ন কমনওয়েলথ গেমসে ৩২৫ সদস্যের ভারতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিল দেশের ক্রীড়ামন্ত্রক। আগামী ৪ এপ্রিল থেকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে শুরু হবে ২১তম কমনওয়েলথ গেমস।

আরও পড়ুন- রজারকে সরিয়ে আবার সিংহাসনে রাফা!

৩২৫ সদস্যের ভারতীয় দলে রয়েছেন ২২১ জন অ্যাথলিট, ৫৮ জন কোচ, ডাক্তার ও ফিজিওথেরাপিস্ট মিলে ১৭ জন। এছাড়া, দলের সঙ্গে রয়েছেন ৭ জন ম্যানেজার এবং ২২ জন কর্তা।

আরও পড়ুন- কমনওয়েলথ গেমসে ভারতের পতাকাবাহক পিভি সিন্ধু

ব্যক্তিগত ইভেন্টে শুটিং এবং অ্যাথলেটিক্সেই সবচেয়ে বেশি প্রতিযোগী পাঠিয়েছে ভারত। অ্যাথলেটিক্সে ৩১ জন এবং শুটিংয়ে ২৭ জন অংশ নেবেন গোল কোস্ট কমনওয়েলথ গেমসে। ৪ এপ্রিল গোল্ড কোস্টের কারারা স্টেডিয়ামে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা থাকবে শাটলার পিভি সিন্ধুর হাতে।

.