ভারতের প্রথম ইনিংসের শেষ, পুজারাকে কুর্নিশ ওয়াংখেড়ের

অবশেষে পরিসমাপ্তি ঘটল একটা রূপকথার ইনিংসের। মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে সোয়ানের বলে আউট হয়ে চেতেশ্বর পুজারা যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন তখন গ্যালারিতে সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। দর্শকদের সঙ্গেই পুজারাকে অভিবাদন জানাল গোটা ভারতীয় ড্রেসিং রুম। ৩৫০ বলে করা ভারতীয় ক্রিকেটের নতুন তারার ১৩৫ রানের ইনিংসটিকে কোন সংখ্যার মাপকাঠিতে বিচার করা যাবেনা। বিট্রিশ বোলিং-এর সামনে নুয়ে পড়া টিম ইন্ডিয়ার পৃথিবী বিখ্যাত ব্যাটিং লাইনআপ-এর মেরুদণ্ড টাকে কার্যত একার চেষ্টায় সোজা করে দিয়ে গেলেন তিনি। মূলত তাঁর ভরসার ব্যাটের উপর নির্ভর করেই ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩২৭ রানে। ব্যর্থ রথী-মহারথীদের ব্যর্থতাকে কিছুটা হলেও ঢেকে দিয়ে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় টেল এন্ডারদের মধ্যে যথাসাধ্য চেষ্টা করলেন হরভজন সিং। তিনি ভারতীয় স্কোরবোর্ডে যোগ করলেন অতি মূল্যবান ২১ টি রান।

Updated By: Nov 24, 2012, 01:08 PM IST

প্রথম ইনিংস
ভারত- ৩২৭
ইংল্যান্ড-৪৪/০ (কুক-২৯ ও কমটন-১৫)
অবশেষে পরিসমাপ্তি ঘটল একটা রূপকথার ইনিংসের। মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে সোয়ানের বলে আউট হয়ে চেতেশ্বর পুজারা যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন তখন গ্যালারিতে সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। দর্শকদের সঙ্গেই পুজারাকে অভিবাদন জানাল গোটা ভারতীয় ড্রেসিং রুম। ৩৫০ বলে করা ভারতীয় ক্রিকেটের নতুন তারার ১৩৫ রানের ইনিংসটিকে কোন সংখ্যার মাপকাঠিতে বিচার করা যাবেনা। বিট্রিশ বোলিং-এর সামনে নুয়ে পড়া টিম ইন্ডিয়ার পৃথিবী বিখ্যাত ব্যাটিং লাইনআপ-এর মেরুদণ্ড টাকে কার্যত একার চেষ্টায় সোজা করে দিয়ে গেলেন তিনি। মূলত তাঁর ভরসার ব্যাটের উপর নির্ভর করেই ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩২৭ রানে। ব্যর্থ রথী-মহারথীদের ব্যর্থতাকে কিছুটা হলেও ঢেকে দিয়ে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় টেল এন্ডারদের মধ্যে যথাসাধ্য চেষ্টা করলেন হরভজন সিং। তিনি ভারতীয় স্কোরবোর্ডে যোগ করলেন অতি মূল্যবান ২১ টি রান।
ভারতের ৩২৭ রানের জবাবে খেলতে নেমে এখনও পর্যন্ত ব্রিটিশ বাহিনীর স্কোর বিনা উইকেটে ১৬ রান। অধিনায়ক অ্যালিস্টার কুক ৮ রানে আর নিক কমটন ৮ রানে অপরাজিত আছেন।

.