নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে কোপা আমেরিকাও (Copa America 2021) শেষ হয়ে গেল। ব্রাজিলকে হারিয়ে বিজয়ীর মুকুট উঠল আর্জেন্টিনার মাথায়। ২৮ বছর পর কোপা জয় আর্জেন্টিনার। পুরস্কার মঞ্চেও আর্জেন্টিনার জয়জয়কার। ফেয়ার প্লে পুরস্কার জিতেছে ব্রাজিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Copa America 2021: অঝোরে কাঁদছেন Neymar, বুকে জড়িয়ে নিলেন Messi! চোখ ভিজিয়ে দেবে ভিডিয়ো


রইল পুরস্কারে সম্পূর্ণ তালিকা:


বিজয়ী আর্জেন্টিনা পেল ৬.৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৪৮ কোটি ৪১ লক্ষ ৬৮ হাজার ৭৫০ টাকা)


রানার্স ব্রাজিল পেল ৩.৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ২৬ কোটি ০৭ লক্ষ ০৬ হাজার ২৫০ টাকা)


সোনার বুট (সর্বোচ্চ গোলদাতা) পেলেন লিওনেল মেসি ( ৪ গোল করেছেন, ৫ গোল করিয়েছেন)


সোনার দস্তানা (সেরা গোলকিপার) পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়িনা মার্টিনেজ (৪টি ক্লিনশিট)


সোনার বলও (টুর্নামেন্টের সেরা প্লেয়ার) পেলেন মেসি


ফাইনালের সেরা ফুটবলার অ্যানহেল ডি মারিয়া


( একমাত্র গোলদাতা, ২০০৪ সালের পর কোপা আমেরিকার ফাইনালে গোল করলেন কোনও আর্জেন্টিনার ফুটবলার।)


ফেয়ার প্লে পুরস্কার ব্রাজিল



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)