নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় সরকারের পাশে বিসিসিআই। আক্রান্তদের চিকিত্সার খরচ যোগাতে কেন্দ্র চালু করেছে PM CARES ফান্ড। এই তহবিলে টাকা জমা করতে পারবেন দেশের মানুষ। তহবিলে অর্থ সাহায্য করতে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এল বিসিসিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনার আতঙ্কেই জেলায় জেলায় অজানা ছাই বৃষ্টি


শনিবার বিসিসিআই ঘোষণা করেছে, PM CARES তহবিলে ৫১ কোটি টাকা জমা করবে তারা। দেশের এই সংকটজনক মুহূর্তে সরকারের পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর।


বিসিআইয়ের তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, বোর্ড প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সেক্রেটারি জয় শাহ-সহ রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তহবিলে ৫১ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দেশের মানুষের নিরাপত্তায় বিসিসআই বদ্ধপরিকর।


আরও পড়ুন-Live: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০৯, মৃত ১৯, সুস্থ হয়ে ফিরেছেন ৮০


উল্লেখ্য, ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী প্রধানমন্ত্রী করোনা তহবিলে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর পাশাপাশি এগিয়ে এসেছেন রতন টাটা। তিনি দেবেন ৫০০ কোটি টাকা। সচিন তেন্ডুলকর ৫০ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ৩১ লাখ টাকা দেওয়ার কথা জানালেন ক্রিকেটার সুরেশ রায়না। এছাড়া অভিনেতা অক্ষয় কুমার প্রধানমন্ত্রীক তহবিলে দিয়েছেন ২৫ কোটি টাকা।