ইপিএলের ইতিহাসে যা আগে হয়নি সেটাই হল এবার
করোনাভাইরাস আতঙ্কের জেরে ১৮মার্চ বার্সেলোনা বনাম নাপোলির চ্যাম্পিয়ন্স লিগের খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের আতঙ্কের জেরে এবার স্থগিত হয়ে গেল আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার সিটির ম্যাচ। আপাতত ১৪ দিনের জন্য আর্সেনালের ফুটবলারদের আইসোলেশনে পাঠানো হচ্ছে।
ফেব্রুয়ারিতে গ্রিক দল অলিম্পিয়াকোসের সঙ্গে ইউরোপা লিগের খেলা ছিল আর্সেনালের। কয়েকদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অলিম্পিয়াকোসের কর্ণধার। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ম্যান সিটির বিরুদ্ধে ম্যাচ স্থগিত করে আর্সেনাল ফুটবলারদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে। করোনা প্রকোপে বিশ্বজুড়ে একাধিক টুর্নামেন্ট বাতিল হয়েছে কিংবা পিছিয়ে গিয়েছে। এবার করোনার থাবা থেকে রেহাই পেল না ইপিএল।
BREAKING Coronavirus: Man City vs Arsenal clash postponed due to deadly virus fears | https://t.co/0KomKYaZ3A pic.twitter.com/U3BC0kSUsB
— Mirror Football (@MirrorFootball) March 11, 2020
এদিকে করোনাভাইরাস আতঙ্কের জেরে ১৮মার্চ বার্সেলোনা বনাম নাপোলির চ্যাম্পিয়ন্স লিগের খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচ হয়েছিল নাপোলিতে। এক-এক গোলে সেই ম্যাচ শেষ হয়েছিল। ফিরতে পর্বের ম্যাচ হবে ন্যূ ক্যাম্পে। কিন্তু এই ম্যাচ হবে ফাঁকা গ্যালারিতে। যার ফলে ছয় মিলিয়ন ইউরোর আর্থিক ক্ষতি হতে চলেছে বার্সেলোনার। ভারতীয় মূল্যে যার পরিমান পঞ্চাশ কোটিরও বেশি।
আরও পড়ুন - দু'দিন ধরে অসুস্থ! করোনাভাইরাস পরীক্ষা হল বিশ্বকাপজয়ী নায়কের