করোনামুক্ত এই দেশে হতে পারে টেস্ট ক্রিকেটের নিরপেক্ষ ভেন্যু!

নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট ম্যাচ তো নতুন নয়। ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসবাদী হামলার পর সংযুক্ত আরব আমিরশাহিকে নিরপেক্ষ টেস্ট ভেন্যু হিসেবে ব্যবহার করে পাকিস্তান।

Updated By: Jun 10, 2020, 07:54 PM IST
করোনামুক্ত এই দেশে হতে পারে টেস্ট ক্রিকেটের নিরপেক্ষ ভেন্যু!

নিজস্ব প্রতিবেদন:  নিউ জিল্যান্ড দেখিয়ে দিল কীভাবে মৃত্যুর চক্রব্যূহ থেকে বেরিয়ে এক বুক অক্সিজেন নেওয়া যায়। এই প্রথম বিশ্বের কোনও দেশ করোনা থেকে মুক্ত হতে পেরেছে। গত ১৭ দিনে একটিও করোনা পজেটিভের খবর মেলেনি। ওই সময় প্রায় ৪০ হাজার নমুনা পরীক্ষা করা হয়। রেজাল্ট জিরো। মঙ্গলবার মধ্যরাত থেকে খুলছে দোকানপাট, অফিস-কাছারি, শপিংমল, সিনেমা হল। করোনা মুক্তির খবর পেয়ে ঠিক থাকতে পারেননি নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরদেন। সাংবাদিক বৈঠক করে জানান, হ্যাঁ, আমরা করে দেখিয়েছি। আর এই করোনা মুক্ত নিউ জিল্যান্ডকেই টেস্টের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করার ভাবনায় প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।

মারণ ভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে বন্ধ আছে ক্রিকেট। করোনা পরবর্তী সময়ে ৮ জুলাই থেকে ফের ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। এদিকে নিউ জিল্যান্ডকে করোনা মুক্ত দেশ হিসেবে ঘোষণা করার পর এবার টেস্ট ক্রিকেটের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভাবনা চিন্তা করাই যেতে পারে বলে জানান প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলস।

মিলসের কথায় এমন প্রস্তাব দিলে হয়তো নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডও সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এপ্রিল মাসেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে কাউন্টি আয়োজনের প্রস্তাব দিয়েছিল নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। আর নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট ম্যাচ তো নতুন নয়। ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসবাদী হামলার পর সংযুক্ত আরব আমিরশাহিকে নিরপেক্ষ টেস্ট ভেন্যু হিসেবে ব্যবহার করে পাকিস্তান।

আরও পড়ুন - বলের পালিশ ধরে রাখতে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা; নতুন প্রস্তাব দিলেন সচিন

.