Tinder Profile to Recruit Cricketers: ডেটিং অ্যাপে মহিলার প্রোফাইল বানিয়ে ক্রিকেটার নিয়োগ! তারপর যা হল...

টিন্ডারের প্রোফাইলের নিচে লেখা রয়েছে, "ইঙ্গলফিল্ড ক্রিকেট ক্লাবের জন্য নতুন প্লেয়ার চাইছে জর্জ!" একটি ই-মেল আইডি এবং একটি টুইটার হ্যান্ডেলের উল্লেখ করে সেখানে আরও বলা হয়েছে, আগ্রহী ক্রিকেটাররা নিজেদের প্রোফাইল এখানে পাঠাতে পারেন। 

Updated By: Jun 3, 2022, 03:37 PM IST
Tinder Profile to Recruit Cricketers: ডেটিং অ্যাপে মহিলার প্রোফাইল বানিয়ে ক্রিকেটার নিয়োগ! তারপর যা হল...

নিজস্ব প্রতিবেদন: ডেটিং অ্যাপ টিন্ডারে(Tinder) প্রফাইল বানিয়ে ক্রিকেটার নিয়োগ(Cricketers Recruit)! এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেল দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের(England) সারের(Surrey) একটি ক্রিকেট ক্লাবকে নিয়ে। 

অ্যাপে ইঙ্গলফিল্ড গ্রিন ক্রিকেট ক্লাব(Englefield Green Cricket Club) নামে ক্লাবটি নিজেদের এক ৩৬ বছর বয়সী মহিলা হিসেবে পরিচয় দিয়েছে। সেখানে প্রোফাইল ছবি হিসেবে রয়েছে বাউন্ডারি লাইলের সামনে একটি বিয়ারের গ্লাস। 

টিন্ডারের প্রোফাইলের নিচে লেখা রয়েছে, "ইঙ্গলফিল্ড ক্রিকেট ক্লাবের জন্য নতুন প্লেয়ার চাইছে জর্জ!" একটি ই-মেল আইডি এবং একটি টুইটার হ্যান্ডেলের উল্লেখ করে সেখানে আরও বলা হয়েছে, আগ্রহী ক্রিকেটাররা নিজেদের প্রোফাইল এখানে পাঠাতে পারেন। 

টিন্ডারের মতো ডেটিং অ্যাপে এই ধরনের বিজ্ঞাপনের কথা সামনে আসতেই, তা ভাইরাল হয়ে গেছে। যত না ক্রিকেটার সেই বিজ্ঞাপনে সাড়া দিয়েছেন, তার থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে তাদের। 

তবে, ক্লাবের তরফে জানানো হয়েছে, এটা নিতান্তই বিজ্ঞাপনী চমক ছিল। এর পিছনে আর অন্য কোনও উদ্দেশ্য ছিল না।  

আরও পড়ুন- Azharuddin-Kohli: '৫০ করলেও মনে হয় ব্যর্থ!' কোহলিকে নিয়ে বড় কথা বলে দিলেন আজহারউদ্দিন

আরও পড়ুন- Cristiano Ronaldo: স্পেনের বিরুদ্ধে ৬২ মিনিটে মাঠে নামলেন রোনাল্ডো! কী ব্যাখ্যা দিলেন কোচ?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.