ICC World Cup 2019: স্পিরিট অব ক্রিকেট! অজি-অলরাউন্ডারের সঙ্গে নিজের গোপন অস্ত্র নিয়ে আলোচনায় মালিঙ্গা
মালিঙ্গার মতে, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বলের বৈচিত্রটা খুবই গুরুত্বপূর্ণ।
নিজস্ব প্রতিবেদন : সৌজন্যবোধ! হাড্ডাহাড্ডি লড়াই নয়, বাইশ গজের বাইরে এক অন্য ছবি। সোমবার সাউদাম্পটনে স্পিরিট অব ক্রিকেটের এক ছবি উঠে এল। বাইশ গজের লড়াইয়ের বাইরে সৌজন্যবোধের এক ছবি। ওয়ার্ম আপ ম্যাচে হেরেও প্রতিপক্ষের এক অলরাউন্ডারকে নিজের গোপন অস্ত্রের তালিম দিলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। আর সেই ভিডিয়ো টুইটারে পোস্টও হয়েছে।
Even after a heavy defeat, Lasith Malinga stuck around to teach Marcus Stoinis the secrets of his slower ball #SpiritOfCricket #CWC19 pic.twitter.com/xKtr1sJBfP
— Cricket World Cup (@cricketworldcup) May 27, 2019
সোমবার সাউদাম্পটনে ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচটি ৫ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে দেখা যায় অস্ট্রেলিয়ার মার্কোস স্টোইনিস ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা বল হাতে নিয়ে আলোচনায় ব্যস্ত। কী কথা হল স্টোইনিসের সঙ্গে। নিজেই বললেন মালিঙ্গা।
তিনি বলেন,"আমি ওকে (মার্কোস স্টোইনিস) টিপস দিচ্ছিলাম। যে ক্রিকেট কতটা এগিয়ে গিয়েছে। যেই শিখতে চায়, আমি তাদের সাহায্য করি। আমি ওর সঙ্গে আলোচনা করছিলাম স্লো বল ব্যবহারের ট্রিকস। কোন পরিস্থিতিতে কীভাবে কেন স্লো বল করতে হয় সেটাই বুঝিয়েছেন স্টোইনিসকে।"
আরও পড়ুন- ICC World Cup 2019: বিশ্বকাপের 'সারপ্রাইজ প্যাকেজ' বেছে দিলেন সচিন তেন্ডুলকর
মালিঙ্গার মতে, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বলের বৈচিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আর আইপিএলের সময় স্টোইনিস মালিঙ্গার কাছে শিখতে চেয়েছিলেন স্লো বল করার ট্রিকসটা। সেটা আর তখন হয়ে ওঠেনি, তাই বিশ্বকাপের আগেই নিজের গোপন অস্ত্রের তালিম দিয়ে দিলেন লাসিথ মালিঙ্গা।