বাংলাদেশে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে খুন করা হল ১৬ বছরের ক্রিকেটারকে

Updated By: May 13, 2016, 03:34 PM IST
বাংলাদেশে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে খুন করা হল ১৬ বছরের ক্রিকেটারকে

ওয়েব ডেস্ক: না, কোনও অঘটন নয়। বলের আঘাতও নয়। ২২ গজে 'নো বল' নিয়ে বচসা। খেলা চলাকালীনই হাতাহাতি, তারপর একেবারে চরম পরিণতি। ১৬ বছরের ক্রিকেটারকে ক্রিকেট স্ট্যাম্প দিয়েই পিটিয়ে খুন করা হল। এমন নক্কারজনক ঘটনা ঘটল বাংলাদেশের রাজধানী ঢাকায়।

বুধবার বন্ধুদের সঙ্গে ব্যাট বল নিয়ে মাঠে গিয়েছিল ১৬ বছরের বাবুল সিকদার। জমিয়ে ক্রিকেট হবে। ওটাই তো ওর আবেগ, প্রেম, ভালোবাসা, জীবন। আর পাঁচটা দিনের মতই ক্রিকেটে মেতেছিল বাবুল। উইকেট কিপিং। বিশেষ পছন্দ না হলেও সেদিন উইকেটের পিছনেই ছিল ও। পর পর 'নো বল'। আম্পায়ারের সঙ্গে বচসা বাধতেই এগিয়ে আসে ব্যাটসম্যান। হঠাৎ স্ট্যাম্প তুলে সজোরে আঘাত করে বাবুলের মাথায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে বাবুল। গলগল করে ঝরতে থাকে রক্ত। ক্লিনিকে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বাবুলের। ঘটনার পর থেকেই পলাতক ব্যাটসম্যান। পুলিস খোঁজ করছে ঘাতক ব্যাটসম্যানের। 

.