Katrina Kaif: হঠাৎ শিরিডি সাঁই দুয়ারে করজোড়ে ক্যাট-বীণা! কেন...
বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ, তার শাশুড়ি বীণা কৌশলের সাথে আশীর্বাদ পেতে গেলেন শিরডি সাঁই বাবা মন্দিরে। কয়েকদিন আগেই তিন বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন ক্যাট-ভিকি। বেশ কিছুটা সময় কাটিয়েছেন তারা রাজস্থানের জঙ্গলে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বলিউডের অন্যতম চর্চিত কাপল। দুজনে একে অপরের সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েছেন অনেকটাই। কয়েকদিন আগেই স্বামী ভিকি কৌশলের সঙ্গে রাজস্থানের জঙ্গলে বেশ কিছুটা সময় কাটিয়ে এসেছিলেন ক্যাটরিনা। তাদের তৃতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে এইভাবেই সাদামাটা ভাবে পালন করেছেন এই তারকা জুটি। তবে এবার শাশুড়ি মায়ের সঙ্গে ক্যাটরিনা গেলেন মুম্বই-এর শিরিডি সাঁইবাবার মন্দিরে।
আরও পড়ুন- স্বর সম্রাট উত্সবের মঞ্চে নারী নির্যাতনের প্রতিবাদে সরব উস্তাদ আমজাদ আলি খান...
সাঁইবাবা সংস্থান ট্রাস্ট শিরিডির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সোমবার ক্যাটরিনা কাইফের মন্দির দর্শনের বেশ কিছু ছবি পোস্ট করেছে। শাশুড়ির সঙ্গে বরাবরই খুব ভালো সম্পর্ক ক্যাটের। পোস্ট হওয়া ছবি এবং ভিডিয়ো থেকে দেখা যাচ্ছে , মার্জিত পোশাকে মন্দির দর্শন করতে এসেছেন ক্যাটরিনা।
ক্যাট পরেছিলেন একটি সাধারণ আইভরি রঙের কুর্তা যার সঙ্গে একটি ম্যাচিং ওড়না এবং ফ্লোরাল পালাজ্জো। ভিকির মা বীণা ছিলেন সাধারণ এক সালোয়ার স্যুটে। বৌমাকে সঙ্গে করে মন্দির পরিদর্শনে নিয়ে এসেছেন শাশুড়ি মা, প্রতি পদক্ষেপে বৌমাকে আগলে রাখতে দেখা গেল শাশুড়ি। ক্যাটরিনা মাথায় ওড়না দিয়ে নতমস্তক হলেন সাঁই বাবার সামনে। ক্যাটের এই আচরণ ভীষণ পছন্দ হয়েছে নেট নাগরিকদের।
আরও পড়ুন- 'ভারতে পারফর্ম করব না'! দিলজিতের ঘোষণায় প্রলয়.. কেন এই সিদ্ধান্ত গ্লোবাল আইকনের?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)