WATCH | Cristiano Ronaldo: অপ্রতিরোধ্য...৩৮ বছরের 'যুবক' সময়কে বানাচ্ছেন বৃদ্ধ। যেন ম্যাজিক শো চলছে...

Cristiano Ronaldo scores double as Al Nassr thump Al Adalah 5-0: এ কী করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতি ম্যাচে জোড়া গোল করাটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে। আল নাসের ৫-০ গোলে আল-আদাল এফসিকে উড়িয়ে দিয়েছে। সেই ম্যাচে রোনাল্ডো ফের করেছেন।  

Updated By: Apr 5, 2023, 01:58 PM IST
WATCH | Cristiano Ronaldo: অপ্রতিরোধ্য...৩৮ বছরের 'যুবক' সময়কে বানাচ্ছেন বৃদ্ধ। যেন ম্যাজিক শো চলছে...
গোলের পর রোনাল্ডোর সেলিব্রেশন। ছবি-আল নাসের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপ্রতিরোধ্য, অদম্য... এ কী বছর পঁচিশের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! নাকি ফ্যানরা তাঁর রিয়াল মাদ্রিদে  (Real Madrid) খেলাকালীন ম্যাচের হাইলাইটস দেখছেন ইউটিউবে! সময়কে বৃদ্ধ বানিয়ে টাট্টু ঘোড়ার মতো ছুটছেন ৩৮ বছরের 'যুবক'। পাগল করা ফুটবল খেলছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। সৌদি লিগে (Saudi Professional League) আল-নাসের এফসি (Al-Nassr FC) খেলতে নেমেছিল আল-আদাল এফসি-র (Al-Adalh FC) বিরুদ্ধে। আল নাসের পাঁচ গোলের রোডরোলার চালিয়ে পিষে দিয়েছে প্রতিপক্ষকে। আরও একবার রোনাল্ডো করলেন জোড়া গোল। 

সম্প্রতি এক গোল করে আর মন ভরছে না চল্লিশ ছুঁই ছুঁই গোলমেশিনের। তাঁর ফুটবল দেখে পণ্ডিতরা বলতে শুরু করেছেন যে, রোনাল্ডো সময়ের কাঁটা ঘুরিয়ে দিচ্ছে। মাঠে তাঁর বিদ্যুৎগতি ও গোল করার অবিশ্বাস্য ক্ষমতায় ফের একবার থ ফুটবলবিশ্ব। ম্যাচে রোনাল্ডো প্রথমার্ধের ৪০ মিনিটে পেনাল্টতে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন। পেনাল্টিতে গোল করাটা যদিও রোনাল্ডোর কাছে জলভাতের মতো হয়ে গিয়েছে এতগুলো বছরে। এরপর ম্যাচের ৬৬ মিনিটে রোনাল্ডোর গোল নিয়েই চলছে কথা। বাঁ-পা যেন লঞ্চ প্যাড। মিসাইলের গতিতে ধেয়ে এসেছিল শট। মন্টেনেগ্রোর গোলকিপার মিলান মিজাতোভিচ বলেই নয়, বিশ্বের কোন গোলকিপার ওই শট রুখতে পারতেন, তা নিয়ে হতে পারে বিতর্ক সভা। রোনাল্ডো আল নাসেরের হয়ে এই মরসুমে ৯ ম্যাচে করে ফেললেন ১১ গোল। আল নাসেরের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার তালিস্কাও। আরেকটি গোল আয়ম্যান ইয়াইয়ার।

আরও পড়ুনEast Bengal: সুপার কাপের আগেই বড় আপডেট, ইস্টবেঙ্গলের নতুন কোচ সের্জিও লোবেরা

শুধু ক্লাবই নয়, দেশের জার্সিতেও রোনাল্ডো ছুটে চলেছেন। পর্তুগাল উয়েফা ইউরো কোয়ালিফায়ারে দুই ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচে লিকটেনস্টাইনকে রর্বাতো মার্টিনেজের শিষ্যরা ৪-০ গোলে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে রোনাল্ডো অ্যান্ড কোং লুক্সেমবার্গকে ৬-০ গোল দিয়েছিল। পরপর দুই ম্যাচে চার গোল করেছিলেন রোনাল্ডো। এ যেন এক নতুন রোনাল্ডোকে দেখছে ফুটবলগ্রহ।

লুক্সেমবার্গের বিরুদ্ধে রোনাল্ডো দেশের জার্সিতে খেলেছিলেন ১৯৮ ম্যাচ। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার ইতিহাস লেখেন তিনি। কুয়েতের আল মুতাওয়ারকে টপকে যান। আর দুই ম্যাচ খেললেই অনন্য ডাবল সেঞ্চুরি হাঁকাবেন তিনি। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের শেষ আটে মরক্কোর কাছে হেরে পর্তুগালকে বিদায় নিতে হয়েছিল। কাতারের অধরা রেকর্ড এবার নিজের ঘরে করতে চলেছেন রোনাল্ডো। প্রাক্তন বেলজিয়ামের কোচ মার্টিনেজ হয়েছেন পর্তুগালের নতুন কোচ। ৪৯ বছরের স্প্যানিশ কোচ পা গলিয়েছেন ফের্নান্দো স্যান্টোসের জুতোয়। বিশ্বকাপে রোনাল্ডোকে রিজার্ভে রেখে ম্যাচের পর ম্যাচ দল সাজানোয় স্যান্টোসের নিন্দায় মুখর হয়েছিল ফুটবলবিশ্ব। সেই স্য়ান্টোসকে বিশ্বকাপের পরেই ছেঁটে ফেলে পর্তুগাল। মার্টিনেজ গত জানুয়ারিতে দলের দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছিলেন যে, তিনি রোনাল্ডোর সঙ্গে যোগাযোগ করবেন। ২০২৪ সালের ইউরো কাপের বাছাইপর্বের জন্য রোনাল্ডোকে দলে নিয়ে মার্টিনেজ তাঁর কথা রেখেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.