ফিটনেসে জুভেন্টাসের চিকিত্সকদের অবাক করলেন রোনাল্ডো!
লকডাউনের সময়ে পর্তুগালে থাকাকালীন প্রতিদিন প্রায় চার ঘণ্টা শারীরিক কসরত করতেন রোনাল্ডো।
নিজস্ব প্রতিবেদন: জুভেন্টাসের চিকিত্সকদের অবাক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লকডাউনের পর ইতালিতে ফিরে কোয়ারেন্টিনে ছিলেন সিআরসেভেন। দলের অনুশীলনে যোগ দেওয়ার পর মেডিকেল টেস্ট হয় পর্তুগিজ তারকার। সেই টেস্টের ফলাফল দেখে অবাক হয়ে যান জুভেন্টাসের চিকিত্সকরা।
দেখা যায় লকডাউনের আগে রোনাল্ডো যা ফিট ছিলেন,তা চেয়েও এখন বেশি ফিট তিনি। রোনাল্ডোর সর্বোচ্চ গতি বেড়েছে। এমনকি শরীরে ফ্যাটের পরিমাণ একটুও বাড়েনি। তিন মাসেরও বেশি সময় ধরে না খেলার পরেও এই ফিটনেস ধরে রাখা কার্যত মিরাকেলের সমান।
লকডাউনের সময়ে পর্তুগালে থাকাকালীন প্রতিদিন প্রায় চার ঘণ্টা শারীরিক কসরত করতেন রোনাল্ডো। তারই প্রতিফলন পড়েছে লকডাউনের পর তাঁর মেডিকেল রিপোর্টে। ২২ জুন মাঠে কামব্যাক করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালিয়ান সিরি এ-র ম্যাচে সেদিন বোলোনার মুখোমুখি হবে জুভেন্টাস।
আরও পড়ুন - ISL রানার্স হয়েও এএফসি কাপে খেলা হচ্ছে না চেন্নাইয়নের, কপাল খুলে গেল বেঙ্গালুরুর