Cristiano Ronaldo: Liverpool সমর্থকদের ধন্যবাদ জানালেন সন্তানশোকে বিহ্বল 'সি আর সেভেন'

গত সোমবার রাতে নবজাতক পুত্রসন্তানকে হারিয়েছিলেন। সন্তান হারানোর পরের দিনই লিভারপুলের বিরুদ্ধে মাঠে নেমেছিল তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড।   

Updated By: Apr 21, 2022, 08:42 PM IST
Cristiano Ronaldo: Liverpool সমর্থকদের ধন্যবাদ জানালেন সন্তানশোকে বিহ্বল 'সি আর সেভেন'
লিভারপুল সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: একঝাক লিভারপুল সমর্থকদের ধন্যবাদ জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবং বিপক্ষের সমর্থকদের ধন্যবাদ জানানোর জন্য এই তারকা ইনস্টাগ্রামকে বেছে নিলেন। 

লিভারপুল (Liverpool) সমর্থকদের আচরণে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) মহাতারকা ইনস্টাগ্রামে লিখেছেন, 'একটি বিশ্ব, একটি খেলা, একটি বিশ্ব পরিবার। ধন্যবাদ, অ্যানফিল্ড। আমি এবং আমার পরিবার এই শ্রদ্ধা ও সমবেদনার মুহূর্তটি কখনওই ভুলব না।' 

 

গত সোমবার রাতে নবজাতক পুত্রসন্তানকে হারিয়েছিলেন। সন্তান হারানোর পরের দিনই লিভারপুলের বিরুদ্ধে মাঠে নেমেছিল তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড। সন্তান হারানোর শোকে বিহ্বল 'সি আর সেভেন' সেই ম্যাচ খেলতে পারেননি। তবে মাঠে এই তারকা না থাকলেও লিভারপুল সমর্থকরা ম্যাচের সপ্তম মিনিটে পর্তুগিজ এই তারকাকে উদ্দেশ্য করে করতালি দেয়। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছিল। 

সেই সঙ্গে লিভারপুল সমর্থকরা একসঙ্গে গেয়ে উঠেছিলেন তাঁর জন্য গান। 'You’ll Never Walk Alone!' গাইতে শুরু করেছিলেন গ্যালারি ভর্তি সমর্থক। রোনাল্ডোর স্ত্রী জর্জিনা রদ্রিগেজের দুটি যমজ বাচ্চা জন্ম দেওয়ার কথা ছিল। কিন্তু প্রসবকালে মেয়ে বাচ্চা বেঁচে থাকলেও দুর্ভাগ্যবশত ছেলে বাচ্চা পৃথিবীর আলো দেখেনি। 

আরও পড়ুন:  English Premier League: জল্পনার অবসান ঘটিয়ে ২০২৫ পর্যন্ত Cristiano Ronaldo-দের কোচ হলেন Erik ten Hag

আরও পড়ুন:  Qatar World Cup 2022: ফের ৯০ মিনিটের যুদ্ধে মুখোমুখি Lionel Messi-Neymar! কবে ম্যাচ? জেনে নিন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.