এক পোস্টে কত টাকা উপার্জন করেন Ronaldo? কতই বা আয় করেন Kohli!

প্রথম কুড়ির মধ্যে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

Updated By: Jul 2, 2021, 11:49 PM IST
এক পোস্টে কত টাকা উপার্জন করেন Ronaldo? কতই বা আয় করেন Kohli!

নিজস্ব প্রতিবেদন: হতে পারে তাঁর বয়স ৩৬! হয়তো আর বেশি দিন ফুটবলও খেলবেন না। কিন্তু ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জনকারীদের তালিকায় তিনি মগডালে। কথা হচ্ছে পর্তুগিজ জাদুকর  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে (Cristiano Ronaldo)। 'মার্কেটেবল সেলিব্রিটি' অর্থাৎ যে সেলেবকে ভাঙিয়ে কোনও কোম্পানি দুরন্ত ব্যবসা করতে পারে। আজ বর্তমান বাজারে সেরকমই নাম রোনাল্ডো। 

সিআর সেভেন টপকে গিয়েছেন ডব্লিউডব্লিউই তারকা ও অভিনেতা ডোয়েন 'দ্য রক' জনসনকেও (প্রতি পোস্টের জন্য নেন প্রায় ১১ কোটি ৪০ লক্ষ টাকা)রোনাল্ডো একটি স্পনর্সড ইনস্টাগ্রাম পোস্টের জন্য ১.৬০৪ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে থাকেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ কোটি টাকার সমান। লিওনেল মেসিও (Lionel Messi) এই একই টাকা নিয়ে থাকেন। কিন্তু তালিকায় সাতে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন রাজপুত্র।

আরও পড়ুন: Sourav Ganguly চান ফের শুরু হোক India-Pakistan ম্যাচ: Kamran Akmal

ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে অর্থ উপার্জনকারীদের তালিকায় নেইমার (Neymar JR) আছেন ১৬ নম্বরে। তিনি প্রতি পোস্টের জন্য প্রায় ৬ কোটি টাকার কাছাকাছি নিয়ে থাকেন। প্রথম কুড়ির মধ্যে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। একমাত্র ভারতীয় তিনি। কোহলি প্রতি পোস্টের জন্য ৫ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে থাকেন। বোঝাই যাচ্ছে কোহলির দরও কিন্তু বেশ ভালই। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.