IPL 2021: Dhoni নকল করলেন সতীর্থের সেলিব্রেশন স্টাইল! উত্তরে কী বললেন Jadeja

গত মরসুমের ব্যর্থতা ভুলে এই মরসুমে ফের একবার ছুটছিল 'চেন্নাই এক্সপ্রেস'।

Updated By: May 17, 2021, 09:11 PM IST
IPL 2021: Dhoni নকল করলেন সতীর্থের সেলিব্রেশন স্টাইল! উত্তরে কী বললেন Jadeja

নিজস্ব প্রতিনিধি: চেন্নাই সুপার কিংস (CSK) সোমবার একটি ভিডিয়ো আপলোড করেছে তাদের ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টের একটি প্র্যাকটিস সেশন। যেখানে রবিন উথাপ্পার সঙ্গে রিল্যাক্স মুডে বসে আছেন ইয়েলো আর্মির ক্যাপ্টেন এমএস ধোনি (MS Dhoni)। ধোনি বসে বসেই খালি হাতে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ট্রেডমার্ক 'সোর্ড সেলিব্রেশন' স্টাইল নকল করছেন। এই ভিডিয়োর কমেন্ট সেকসনে গেলে স্যার জাদেজারও উত্তর জ্বলজ্বল করছে। সিএসকে-র তারকা অলরাউন্ডার তাঁর স্টাইল ধোনিকে অনুকরণ করতে দেখে লিখলেন, "ব্যাট দিয়ে চেষ্টা করা উচিত।"

আরও পড়ুন: IPL 2021: 'ন্যাশনাল ক্রাশ' Rashmika র নায়ক MS Dhoni, জানিয়ে দিলেন RCB ফ্যানগার্ল

গত মরসুমের ব্যর্থতা ভুলে এই মরসুমে ফের একবার ছুটছিল 'চেন্নাই এক্সপ্রেস'। দুরন্ত ফর্মে ছিল ধোনি অ্যান্ড কোং। জাদেজাও চোট-আঘাত সারিয়ে ক্রিকেটে ফিরে এসে আগুন জ্বালছিলেন মাঠে। বিপক্ষ দলের অধিনায়ক কোহলিও জাড্ডুর প্রশংসায় পঞ্চমুখ হয়ছিলেন। সেপ্টেম্বরে ফের যদি আইপিএল শুরু হয়ে তাহলে লিগের সেকেন্ড বয় হিসেবে যাত্রা শুরু করবে চেন্নাই। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ঠিক দিল্লি ক্যাপিটালসের পরেই আছে তারা।