CWG 2022: বঙ্গতনয় অচিন্ত্য শিউলির হাত ধরে ফের সোনা
ভারোত্তোলনের ৭৩ কিলো বিভাগে স্ন্যাচিংয়ে অচিন্ত্য অনায়াসে রেকর্ড গড়লেন। প্রথম চেষ্টায় তুললেন ১৩৭ কিলো। পরের বার তুললেন ১৪০ কিলো এবং শেষ বার ১৪৩ কিলো। গেমস রেকর্ড গড়লেন অচিন্ত্য। বাকিদের মধ্যে মালয়েশিয়ার মুহম্মদ এরি শেষ চেষ্টায় ১৩৮ কিলো তোলেন।
জি ২৪ ঘন্টা ব্যুরো রিপোর্ট: চলতি কমনওয়েলথ গেমসে দাপট ভারতের ভারোত্তোলকদের দাপট বজায় রয়েছে। এ বার বঙ্গ তনয় অচিন্ত্য শিউলির হাত ধরে পদক পেল টিম ইন্ডিয়া। ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি।
চলতি কমনওয়েলথে এই নিয়ে ষষ্ঠ পদক পেল ভারত। সব পদক ভারোত্তোলনের হাত ধরে এসেছে। এমনকি অচিন্ত্য হলেন প্রথম বাঙালি যিনি এ বার পদক জিতলেন। গেমস রেকর্ড গড়ে একাদশতম বাঙালি হিসেবে কমনওয়েলথে সোনা জিতলেন তিনি।
ভারোত্তোলনের ৭৩ কিলো বিভাগে স্ন্যাচিংয়ে অচিন্ত্য অনায়াসে রেকর্ড গড়লেন। প্রথম চেষ্টায় তুললেন ১৩৭ কিলো। পরের বার তুললেন ১৪০ কিলো এবং শেষ বার ১৪৩ কিলো। গেমস রেকর্ড গড়লেন অচিন্ত্য। বাকিদের মধ্যে মালয়েশিয়ার মুহম্মদ এরি শেষ চেষ্টায় ১৩৮ কিলো তোলেন।
Achinta Sheuli bags #TeamIndia's third at @birminghamcg22
All three gold medals so far have been won by our weightlifters #EkIndiaTeamIndia | @WeAreTeamIndia pic.twitter.com/kCJVxFVNYI
— Team India (@WeAreTeamIndia) July 31, 2022
ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় অচিন্ত্য তোলেন ১৬৬ কিলো। পরের বার ১৭০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় সেই ওজন তুলে দেন তিনি। গেমস রেকর্ড গড়েন মোট ৩১৩ কিলো তুলে।
অচিন্ত্যর বাড়ি হাওড়ার দেউলপুরে। নয় বছর আগে ওঁর বাবা মারা যান। মাটির দেওয়ালের বাড়িতে টিনের ছাদ। মা জরির কাজ করে খুব কষ্টে সংসার চালান। দাদা দমকল দফতরের অস্থায়ী কর্মী। এমন অভাবের সংসারেও অচিন্ত্য লড়ে যাচ্ছেন। এবং স্বপ্ন দেখছেন প্যারিস অলিম্পিকে সোনা জেতার।