বিরাট ক্ষতি রোহিতদের স্টেডিয়ামে! Cyclone Tauktae ফেলে দিল ওয়াংখেড়ের ১৬ ফুটের সাইটস্ক্রিন

 ঝড়ের দাপটে মাটিতে লুটিয়ে পড়ল ওয়াংখেড়ের ১৬ ফুট লম্বা সাইটস্ক্রিন।

Updated By: May 18, 2021, 03:47 PM IST
বিরাট ক্ষতি রোহিতদের স্টেডিয়ামে! Cyclone Tauktae ফেলে দিল ওয়াংখেড়ের ১৬ ফুটের সাইটস্ক্রিন

নিজস্ব প্রতিনিধি: কয়েক সপ্তাহ আগেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছে আইপিএল (IPL 2021)। টুর্নামেন্টের মুম্বই পর্বের ১০টি ম্যাচ হয়েছে রোহিত শর্মাদের ঘরের মাঠে। যদিও মুম্বই ইন্ডিয়ান্স এবার বাকি দলের মতোই নিজেদের হোম গ্রাউন্ডে খেলেনি। আরব সাগরের তীরবর্তী দেশের এই বিখ্যাত স্টেডিয়ামে হামলা চালাল সর্বগ্রাসী ঘূর্ণিঝড় ‘তকতে’ (Cyclone Tauktae)। ঝড়ের দাপটে মাটিতে লুটিয়ে পড়ল ওয়াংখেড়ের ১৬ ফুট লম্বা সাইটস্ক্রিন। এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী থাকল ওয়াংখেড়ে। সেই ছবি এখন ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন:Cyclone Tauktae Updates: ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়! ঈশ্বরের নাম করছেন Ravi Shastri

‘তকতে’র আতঙ্কে কাঁটা গুজরাত উপকূল ও মহারাষ্ট্র। মুম্বইয়ে ভয়ঙ্কর চেহারা নিয়েছে এই সাইক্লোন। আরব সাগর রীতিমতো ফুঁসছে। দ্য টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়শনের এক কর্তা বলছেন, “বিখ্যাত উত্তর দিকের স্ট্যান্ডের সামনেই ছিল এই সাইটস্ক্রিন। ঝড়ের দাপটেই পড়ে গিয়েছে। ২০১১ বিশ্বকাপের সময়ও এমনটা হয়েছে। এটা আমাদের কাছে বড় কোনও ব্যাপার না। আমরা দড়ির সাহায্যে ফের একবার দাঁড় করিয়ে দেব এই সাইটস্ক্রিনটা।” 

.