এবি ডেভিলিয়ার্সের পর এবার অবসরের পথে দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার ডেল স্টেইন
২০১৯ বিশ্বকাপের পর আরও শূন্য হতে চলেছে ম্যান্ডেলার দেশের ক্রিকেট।
নিজস্ব প্রতিনিধি : গত কয়েক বছর ধরে চোটের পর চোট। তিনি রীতিমতো বিরক্ত। কাহাতক্ আর চোটের সঙ্গে লড়াই করবেন! হতাশা এতটাই যে দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার ডেল স্টেইন এবার অবসরের চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন- এশিয়া কাপ খেলো না বিরাট, পরামর্শ ক্ষুব্ধ শেহবাগের
স্টেইন বলছেন, ''২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু তার পর আপনারা হয়তো আমাকে আর একদিনের ক্রিকেটে দেখতে পাবেন না। তা ছাড়া এর পরের বিশ্বকাপে আমার বয়স ৪০ হবে। গত ক'বছর ধরে আমি একের পর এক চোটে কাবু। তাই ৪০ বছর বয়স পর্যন্ত নিজেকে ফিট রাখতে পারব বলে আমার মনে হয় না।''
মুম্বইতে একটা প্রোমোশনাল ইভেন্টে অংশ নিতে এসেছিলেন তিনি। সেখানে এই প্রোটিয়া পেসার বললেন, নিজের ফিটনেস নিয়ে এখন আমি সব থেকে বেশি চিন্তিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ধরে খেলার অভজ্ঞতা রয়েছে আমার। সেটা দলের কাজে লাগবে। আমি আসন্ন বিশ্বকাপে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করব। তা ছাড়া আমাদের এই দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। আমাদের দলের টপ-অর্ডার দেখুন। অন্তত ছজন ব্যাটসম্যানের ১০০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে লোয়ার অর্ডার নিয়ে চিন্তা রয়েছে। কারণ তাদের মধ্যে অনেকেই অন্তত ১৫০টা ম্যাচও খেলেনি। বিশ্বকাপ জিততে হলে অভিজ্ঞতা একটা বড় ফ্যাক্টর।''
আরও পড়ুন- ছ'বলে ছ'টা বাউন্ডারি! একাই ২৮২ রান করে রেকর্ড গড়লেন সচিন-পুত্রের সতীর্থ
বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ব্যাপারে এখনও তিনি দ্বন্দ্বে। তবে নির্বাচকদের উপর আস্থা রাখছেন তিনি। ফিটনেস নিয়ে বাজি ধরছেন না। তবে স্টেইন আস্থা রাখছেন অভিজ্ঞতায়। ''ভাঙা কাঁধ সারিয়ে ফিরে আসা সহজ কাজ নয়। তার উপর আমার ডান কাঁধে চোট ছিল। তার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিরে আমি নিজেকে ছন্দে দেখলাম। এখন আমি আগের মতো জোরে বল করতে পারছি। এটা আমাকে ভরসা জোগাচ্ছে নতুন করে।'' বলছিলেন স্টেইন। তবে দক্ষিণ আফ্রিকার এই পেসার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে কোনও উইকেট পাননি। প্রসঙ্গত, শ্রীলঙ্কার কাছে ২-০ সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন- বার্মি আর্মির বর্ষসেরা ক্রিকেটার হলেন বিরাট
একদিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও স্টেইন টেস্ট খেলবেন বলে জানাচ্ছেন। স্টেইন বলছিলেন, ''টেস্ট ক্রিকেট আমাকে ক্রিকেটার হিসাবে পূর্ণতা দেয়। তাই ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট থেকে এখনই আমি অবসর নিতে চাই না। চোট কাটিয়ে এখন আমি আগের থেকে ফিট। তবে টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যেতে আমাকে আরও অনেক বেশি ফিট হয়ে উঠতে হবে।''
এবি ডেভিলিয়ার্সের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের আরও এক নক্ষত্র পতনের পথে। ২০১৯ বিশ্বকাপের পর আরও শূন্য হতে চলেছে ম্যান্ডেলার দেশের ক্রিকেট।