IPL 2020: শনিবার শারজায় মুখোমুখি কলকাতা-দিল্লি
অন্যদিকে হায়দরাবাদের কাছে হারলেও কলকাতার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া দিল্লি।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![IPL 2020: শনিবার শারজায় মুখোমুখি কলকাতা-দিল্লি IPL 2020: শনিবার শারজায় মুখোমুখি কলকাতা-দিল্লি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/02/278286-kkr.jpg)
নিজস্ব প্রতিবেদন: শনিবার সন্ধ্যায় শারজায় মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। দুই বনাম তিনের লড়াই ঘিরে উন্মাদনার পারদ চড়ছে মরু শহরে। আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসকে হারিয়েছে কেকেআর। পর পর দুটো ম্যাচ জিতে ছন্দে নাইটরা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস প্রথম দুটো ম্যাচ জিতলেও আগের ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে। শারজায় জয়ে ফিরতে মরিয়া দিল্লি। অন্যদিকে জয়ের হ্যাটট্রিক করতে তৈরি কলকাতা নাইট রাইডার্স।
শিবম মাভি, কমলেশ নাগরকোটি, শুভমান গিল- এই তিন তরুণ ক্রিকেটার দুরন্ত ফর্মে রয়েছেন। প্রথম তিন ম্যাচে ওপেন করতে নেমে একেবারের বড় রান করতে ব্যর্থ হয়েছেন সুনীল নারিন। দিল্লি বিরুদ্ধে টম ব্যান্টনকে টপ অর্ডারে ফিরিয়ে আনতে পারে কেকেআর শিবির। অন্যদিকে আন্দ্রে রাসেল এখনও আইপিএলে জ্বলে ওঠেননি। শনিবার শারজার ছোট মাঠে রাসেলের ব্যাটে ছক্কার ফোয়ারা দেখা যেতেই পারে। কামিন্স, মরগ্যান ছন্দেই রয়েছেন। কলকাতা অধিনায়কের ব্যাটে রান নেই এটা অবশ্য চিন্তা বাড়াচ্ছে নাইট থিঙ্কট্যাঙ্ককে।
অন্যদিকে হায়দরাবাদের কাছে হারলেও কলকাতার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া দিল্লি। শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, পৃথ্বি শ, মার্কোস স্টোইনিসরা ব্যাট হাতে ভরসা জোগাচ্ছে দিল্লিকে। অন্যদিকে রাবাডা-নর্টজের মতো বোলাররা বড় ভরসা শ্রেয়স আইয়ারের। কলকাতার বিরুদ্ধে দলে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা।
আরও পড়ুন - বলে স্যানিটাইজার লাগিয়ে নয় ম্যাচ নির্বাসিত অজি ক্রিকেটার