ওপেনিং স্লট নিয়ে টানাপোড়েন

হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জেতার পর,দিল্লিতে সিরিজে ব্যবধান বাড়িয়ে রাখতে চাইছে ভারতীয় দল।ভারতীয় দলে কোন পরিবর্তন না হলেও,ওপেনিং নিয়ে টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। নির্বাচকরা চাইছেন গম্ভীরকে দিয়ে ওপেন করাতে।

Updated By: Oct 16, 2011, 07:16 PM IST

হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জেতার পর,দিল্লিতে সিরিজে ব্যবধান বাড়িয়ে রাখতে চাইছে ভারতীয় দল।ভারতীয় দলে কোন পরিবর্তন না হলেও,ওপেনিং নিয়ে টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। নির্বাচকরা চাইছেন গম্ভীরকে দিয়ে ওপেন করাতে।যদিও ধোনিরা চান পার্থিবের সঙ্গে ওপেন করুন তরুণ অজিঙ্কা রাহানেই। এবারও ফিরোজ শাহ কোটলার বাইশ গজের চরিত্র বদলাচ্ছে না।কোটলার স্লো পিচে ধোনির ভরসা হতে চলেছে স্পিনাররাই। তাই অশ্বিনদের দিয়ে ইংল্যান্ড ইনিংসের মাঝের ওভারগুলোতে বাজিমাত করতে চাইছেন ভারত অধিনায়ক। অক্টোবরে মাসে রাতের দিকে শিশির পড়বে।তাই কোটলায় টস যে একটা ফ্যাক্টর হতে চলেছে,তা মেনে নিচ্ছেন কোহলি।

.