টেনিস, এয়ার পিস্তল থেকে ওয়েট লিফটিং, রিওতে পরপর হার ভারতের
রিও অলিম্পিকে একের পর এক পদক জয়ের স্বপ্নে পরপর ধাক্কা। প্রথম দিনেই টেনিসে পুরুষদের ডাবলস থেকে বিদায় নিয়েছে লিয়েন্ডার-বোপান্না জুটি। এরপরই মহিলা ডাবলসের প্রথম রাউন্ডেই হার সানিয়া মির্জা- প্রার্থনা থম্বের জুটির। চিনা জুটি সুই ঝাং ও সুই পেং জুটির কাছে ৭-৬, (৮-৬), ৫-৭, ৭-৫ সেটে হেরে যান তাঁরা। অন্যদিকে, টেবিল টেনিসেও একইরকম ভাবে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছে সৌম্যাজিত, সরত্ কমলদের। একইরকম ভাবে অলিম্পিকের ময়দানে ভারোত্তোলনে হতাশ করলেন ভারতের সাইখোম মীরাবাঈ চানু। তিনবার চেষ্টা করেও ক্লিন এবং জার্ক কোনও বিভাগেই ওজন তুলতে পারেননি চানু। পাশাপাশি ১০ মিটার এয়ার পিস্তলে গুরপ্রীত সিং ও জিতু রাইও বিদায় নিয়েছেন ফাইলানে।
Updated By: Aug 7, 2016, 09:38 AM IST
