শারাপোভাকে হারালেন সাফারোভা, কোয়ার্টার জাপানি বোমা

ফরাসি ওপেনে ইন্দ্রপতন। প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বাছাই রাশিয়ার শারাপোভাকে স্ট্রেট সেটে হারালেন ১৩ তম বাছাই চেকপ্রজাতন্ত্রের লুসি সাফারোভা। ম্যাচের ফল ৭-৬,৬-৪।   

Updated By: Jun 1, 2015, 04:55 PM IST
শারাপোভাকে হারালেন সাফারোভা, কোয়ার্টার জাপানি বোমা

ওয়েব ডেস্ক: ফরাসি ওপেনে ইন্দ্রপতন। প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বাছাই রাশিয়ার শারাপোভাকে স্ট্রেট সেটে হারালেন ১৩ তম বাছাই চেকপ্রজাতন্ত্রের লুসি সাফারোভা। ম্যাচের ফল ৭-৬,৬-৪।   

প্রথম সেটে টাইব্রেকারে হারিয়ে মাশাকে সতর্ক করে দিয়েছিলেন সাফারোভা। দ্বিতীয়ে সেটে একগাদা আনফোর্সড এরর ডুবিয়ে দিল শারাপোভাকে। ম্যাচ হারের পর হতাশ শারাপোভা বললেন, ''আজ দিনটা আমার ছিল না।"

এদিকে, ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন জাপানের কেই নিশিকোরি। শারাপোবার মত বিদায় নিলেন আরেক বাছাই ইতালির ফ্লাবিয়া পানেত্তাও।

.