দিল জিতছে দিল্লি

দিল্লি এবার আইএসএলে একেবারেই অন্যরকম। দেশের রাজধানী। কিন্তু আইিপএল জেতে না কখনও। ফুটবলে তো বলার মতো ক্লাবও ছিল না কোনওদিন। কিন্তু ২০১৫-র আইএসএলে এসে মনে হচ্ছে, এবার দিল্লির ঘরেও ঢুকতে পারে ট্রফি।

Updated By: Oct 18, 2015, 10:38 PM IST
দিল জিতছে দিল্লি

ওয়েব ডেস্ক: দিল্লি এবার আইএসএলে একেবারেই অন্যরকম। দেশের রাজধানী। কিন্তু আইিপএল জেতে না কখনও। ফুটবলে তো বলার মতো ক্লাবও ছিল না কোনওদিন। কিন্তু ২০১৫-র আইএসএলে এসে মনে হচ্ছে, এবার দিল্লির ঘরেও ঢুকতে পারে ট্রফি।

রবিবার কেরল ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়ে দিলেন রবার্তো কার্লোসের ছেলেরা। যার ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দিল্লি চলে এল লিগ টেবলের দু নম্বরে। শীর্ষে থাকা পুনে সিটিরও অবশ্য পয়েন্ট ৯। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে তারা।

এদিন ম্যাচের একমাত্র গোলটি হয় ৮৮ মিনিটের মাথায়। মালুডার পাস থেকে গোল করে যান গেটজে।এবার কিন্তু আইএসএলে দিল জিততেই পারে দিল্লি।

.