চিডির জোড়া গোলের জয় বৃথা গেল স্পোর্টিংয়ের জয়ে

চিডির জোড়া গোলের জয় কাজে এল না, ফেডারেশন কাপ থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিযন ইস্টবেঙ্গল। আজ বেঙ্গালুরু এফসিকে 2-0 গোলে হারালেও অন্য ম্যাচে স্পোর্টিং ক্লাবের জয় ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ করল। গ্রুপ লিগের তিনটি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল একটি জয়, একটা ড্র, একটা পরাজয়ের ফলে পয়েন্ট দাঁড়ায় 4। সেখানে তিনিটে ম্যাচের মধ্যে দুটিতে জেতায় স্পোর্টিং ক্লাবের পয়েন্ট দাঁড়াল 6।

Updated By: Jan 21, 2014, 09:51 PM IST

ইস্টবেঙ্গল (2) বেঙ্গালুরু এফসি (0)
স্পোর্টিং ক্লাব (2) রাঙদাজায়েদ এফসি (0)

চিডির জোড়া গোলের জয় কাজে এল না, ফেডারেশন কাপ থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিযন ইস্টবেঙ্গল। আজ বেঙ্গালুরু এফসিকে 2-0 গোলে হারালেও অন্য ম্যাচে স্পোর্টিং ক্লাবের জয় ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ করল। গ্রুপ লিগের তিনটি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল একটি জয়, একটা ড্র, একটা পরাজয়ের ফলে পয়েন্ট দাঁড়ায় 4। সেখানে তিনিটে ম্যাচের মধ্যে দুটিতে জেতায় স্পোর্টিং ক্লাবের পয়েন্ট দাঁড়াল 6।

প্রথম দুটো ম্যাচে ভরাডুবির পর এদিন ঘুরে দাঁড়ায ইস্টবেঙ্গল। দলগতি সংহতি, ফুটবলারদের মধ্যে বোঝাপড়াও বেশ চোখে পড়ে। ম্যাচের 62 ও 75 মিনিটে চিডির গোল দুটিও ছিল বেশ দেখার মত । কিন্তু ঘুম ভাঙতে বড় দেরী হযে গেল কোলাসোর দলের।

পদ্মাপাড়ের ক্লাবের বিষণ্ণতার দিনে উত্সব গঙ্গাপাড়ের ক্লাবে। সালগাঁওকরের বিরুদ্ধে এক-এক গোলে ড্র করে সেমিফাইনালে মোহনবাগান।প্রথমার্ধ গোলশূন্য থাকার পর। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ওডাফা। সালগাঁওকরকে সমতায় ফেরান জাইরু। সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স।

ম্যাচ শুরুর আগে সেমিফাইনালে যাওয়ার সব অঙ্কই ছিল মোহনবাগানের পক্ষে। লাজং এফসি মুম্বই এফসিকে 4-0 গোলে হারানোর পর অঙ্ক আরও সহজ হয়ে গিয়েছিল। লাজং বিদায় নিয়েছিল। সম্ভাবনা ছিল সালগাঁওকরের সেমিফাইনালে যাওয়ার। সেক্ষেত্রে সালগাঁওকরকে মোহনবাগানকে হারাতে হবে 10-0 গোলে। ফলে সবই কিছু করিম ব্রিগেডের পক্ষেই। প্রথমার্ধে ওডাফা বনাম ডাফির লড়াই সমানে সমানে হচ্ছিল।

গোলের সুযোগ তৈরি করলেও দুই গোলরক্ষকের দুরন্ত পারফরম্যান্সের জন্য কিছুতেই তা সম্ভব হচ্ছি লনা। দ্বিতীয়ার্ধে ক্রিস্টোফারকে সালগাঁওকর ডিফেন্ডার বক্সে ফেলে দিতেই পেনাল্টি পায় মোহনবাগান। গোল করতে ভুল করেননি ওডাফা। পাল্টা লড়াই শুরু ডেরেক পেরেরার দলের। দুর্ধর্ষ গোলে সালগাঁওকরকে সমতায় ফেরান জাইরু। শেষপর্যন্ত এক-এক গোলে ম্যাচ অমীমাংসিত রেখেই সেমিফাইনালে মোহনবাগান।গ্রুপে অপরাজিত মোহনবাগান সেমিফাইনালে মুখোমুখি হবে চার্চিল ব্রাদার্সের।

.