ড্র করে ফেড কাপের সেমিফাইনালে মোহনবাগান, সামনে চার্চিল
সালগাঁওকরের বিরুদ্ধে এক-এক গোলে ড্র করে সেমিফাইনালে মোহনবাগান।প্রথমার্ধ গোলশূন্য থাকার পর।দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ওডাফা। সালগাঁওকরকে সমতায় ফেরান জাইরু।সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স।
মোহনবাগান (1) সালগাঁওকর (1)
সালগাঁওকরের বিরুদ্ধে এক-এক গোলে ড্র করে সেমিফাইনালে মোহনবাগান।প্রথমার্ধ গোলশূন্য থাকার পর।দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ওডাফা। সালগাঁওকরকে সমতায় ফেরান জাইরু।সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স।
ম্যাচ শুরুর আগে সেমিফাইনালে যাওয়ার সব অঙ্কই ছিল মোহনবাগানের পক্ষে। লাজং এফসি মুম্বই এফসিকে 4-0 গোলে হারানোর পর অঙ্ক আরও সহজ হয়ে গিয়েছিল। লাজং বিদায় নিয়েছিল। সম্ভাবনা ছিল সালগাঁওকরের সেমিফাইনালে যাওয়ার। সেক্ষেত্রে সালগাঁওকরকে মোহনবাগানকে হারাতে হবে 10-0 গোলে। ফলে সবই কিছু করিম ব্রিগেডের পক্ষেই। প্রথমার্ধে ওডাফা বনাম ডাফির লড়াই সমানে সমানে হচ্ছিল।
গোলের সুযোগ তৈরি করলেও দুই গোলরক্ষকের দুরন্ত পারফরম্যান্সের জন্য কিছুতেই তা সম্ভব হচ্ছি লনা। দ্বিতীয়ার্ধে ক্রিস্টোফারকে সালগাঁওকর ডিফেন্ডার বক্সে ফেলে দিতেই পেনাল্টি পায় মোহনবাগান। গোল করতে ভুল করেননি ওডাফা। পাল্টা লড়াই শুরু ডেরেক পেরেরার দলের। দুর্ধর্ষ গোলে সালগাঁওকরকে সমতায় ফেরান জাইরু। শেষপর্যন্ত এক-এক গোলে ম্যাচ অমীমাংসিত রেখেই সেমিফাইনালে মোহনবাগান।গ্রুপে অপরাজিত মোহনবাগান সেমিফাইনালে মুখোমুখি হবে চার্চিল ব্রাদার্সের।