টি-টোয়েন্টি-তে শিখরে ধাওয়ান

৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলে রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন শিখর ধাওয়ান। 

Updated By: Nov 22, 2018, 10:21 AM IST
টি-টোয়েন্টি-তে শিখরে ধাওয়ান

নিজস্ব প্রতিবেদন: কাজে আসেনি তাঁর অর্ধ-শতরান। গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টয়োন্টি-তে ৪ রানে হারতে হয়েছে ভারতকে। তবে, ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলে রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন শিখর ধাওয়ান। ২০১৮ ক্রিকেট বর্ষে ধাওয়নাই একমাত্র ব্যাটসম্যান যিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৬৪৬ রান করে ফেললেন। অতীতে এই কীর্তি গড়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুন- দেখুন, প্রথম টি-২০ ম্যাচে প্রকাশ্যে কেমনভাবে প্রতারণা করল অজিরা

২০১৬ ক্রিকেট বর্ষে ২৫ ম্যাচে ৬৪১ রান করার রেকর্ড রয়েছে তাঁর। গাব্বায় ৬০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন  শিখরও। তাঁর পিছনে রয়েছেন পাকিস্তানের ফকর জামান (৫৭৬), বাবর আজম (৫৬৩), নিউ জিল্যান্ডের কলিন মুনরো (৫০০)।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি-তে ৪ রানে হার ভারতের

২০১৮ ক্রিকেট বর্ষে ৫০০ রানের ক্লাব থেকে ২৬ রান দূরে রয়েছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল (৪৭৬)।    

উল্লেখ্য, বুধবার গাব্বায় স্মিথ-ওয়ার্নার বিহীন অস্ট্রেলিয়ার কাছে হার শিকার করেছে ভারতীয় দল। সফরের প্রথম ম্যাচেই ৪ রানে হারল ভারত। কাজেই এল না শিখর ধাওয়ানের ৭৬ রানের ইনিংস। বিফলে গেল দীনেশ কার্তিকের লড়াইও। ১৭৪ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে গিয়ে ১৬৯ রানেই থামতে হল ভারতীয় ব্রিগেডকে।

.