এগিয়ে ধোনি ব্রিগেড

সিরিজে দুই-শূন্য ফলে এগিয়ে ধোনিরা। এবার মিশন মোহালি। বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের পর এই প্রথম আবার বড় ক্রিকেট ম্যাচের আসর। কোহলিরা দিল্লিজয় করার পর মোহালিতে অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামছেন। বুধবার অপশনাল প্র্যাকটিস ছিল ভারতের।অনুপস্থিত ছিলেন গৌতম গম্ভীর ও প্রবীণকুমার।

Updated By: Oct 19, 2011, 07:17 PM IST

সিরিজে দুই-শূন্য ফলে এগিয়ে ধোনিরা। এবার মিশন মোহালি। বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের পর এই প্রথম আবার বড় ক্রিকেট ম্যাচের আসর। কোহলিরা দিল্লিজয় করার পর মোহালিতে অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামছেন। বুধবার অপশনাল প্র্যাকটিস ছিল ভারতের।অনুপস্থিত ছিলেন গৌতম গম্ভীর ও প্রবীণকুমার। টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর,কুঁচকির চোটের জন্য প্রবীণকুমার অনুশীলনে আসেননি। তবে বৃহস্পতিবারের ম্যাচ খেলবেন তিনি। অন্যদিকে গৌতম গম্ভীরকে ব্যাটিং লাইন আপে তুলে আনার জন্য নয়াদিল্লিতে ধোনি জোর সওয়াল করলেও,মোহালিতে তা আর ধোপে টিকবেনা। কারন দিল্লিতে পরে নেমে গম্ভীরের অসাধারন পারফরম্যান্স।দলে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে সিরিজে পিছিয়ে পড়া ইংল্যান্ড মোহালি ম্যাচ থেকেই আবার লড়াইয়ে ফিরতে মরিয়া। আর ব্যাটিংয়ের পাশপাশি সিরিজে কামব্যাকের জন্য স্পিনই যে অস্ত্র হতে পারে,তা দুটি ম্যাচ হারের পর বুঝেছেন অ্যালিস্টার কুক। মোহালিতে পৌঁছেই তাই দলের স্পিনারদের নিয়ে কঠোর অনুশীলন শুরু করে দিয়েছেন কোচ মুস্তাক আমেদ। মোহালিতে সিরিজ জয়ের জন্য যখন ধোনিরা অস্ত্র শানাচ্ছেন,তখন কুকরা ফিরে আসার মরিয়া চেষ্টা চালাচ্ছেন।
 

.