সচিন নেশায় মত্ত মহানগরে ধোনিদের ফোকাস ২২গজে ক্যারিবিয়ান বধ
বুধবার থেকে শুরু হচ্ছে সচিনের বিদায়ী সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জেতার পর এবার টেস্ট ফরম্যাটে বাজিমাত করতে চাইছে ধোনিবাহিনী। সচিনকে নিয়ে উন্মাদনার মধ্যেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ফোকাস ধরে রাখতে মরিয়া ভারতীয় দল।
বুধবার থেকে শুরু হচ্ছে সচিনের বিদায়ী সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জেতার পর এবার টেস্ট ফরম্যাটে বাজিমাত করতে চাইছে ধোনিবাহিনী। সচিনকে নিয়ে উন্মাদনার মধ্যেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ফোকাস ধরে রাখতে মরিয়া ভারতীয় দল।
সচিন নিয়ে উৎসবের আবহের মধ্যে বোঝার উপায় নেই আর কয়েক ঘণ্টার মধ্যেই ইডেনে শুরু হতে যাচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। তিলোত্তমা শহর যতই সচিনময় হোক না কেন, ধোনির দল অবশ্য পুরোপুরি ফোকাসড ক্যারবিয়ান চ্যালেঞ্জ সামলাবার জন্য। সাংবাদিক সম্মেলনে এসে ধোনিও বলেও গেলেন যে ক্রিকেট ছাড়া কিছুই ভাবছেন না তারা।
কয়েকদিন আগে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। সিরিজে দুবার ৩৫০-এর বেশি রান তাড়া করে জিতেছেন বিরাট কোহলিরা। তবে টেস্ট একেবারে অন্য ফরম্যাট,অন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিতে তার দল তৈরি বলে জানাচ্ছেন ভারত অধিনায়ক।
গেইলদের বিরুদ্ধে প্রথম একাদশ কি হবে তা এখনও চূড়ান্ত করেনি ভারতীয় থিঙ্কট্যাঙ্ক।তবে মহম্মদ সামির ইডেনে টেস্ট অভিষেক হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।